অবশেষে ব্যর্থতার চিনা-ড্রাগনকে বধ করল সহারা ফোর্স ইন্ডিয়া!
ফর্মুলা ওয়ানে দল নামানোর পর থেকে এত দিন চিন রেসে কখনও পয়েন্ট জোটেনি বিজয় মাল্যর দলের। এ দিন পল ডি রেস্টা অষ্টম হয়ে দলকে চার পয়েন্ট দেওয়ায় সেই ফাঁড়া কাটল। তবুও রবিবাসরীয় সাংঘাইয়ের অভিজ্ঞতা সর্বাঙ্গসুন্দর হল না। পঞ্চম ল্যাপে পিছন থেকে জোর ধাক্কায় শেষ হয়ে গেল আদ্রিয়ান সুটিলের রেস। অন্য দিকে, পাক্কা আট বছর পর চিনে ফের জিতলেন ফেরারির ফের্নান্দো আলোনসো। দ্বিতীয় লোটাসের কিমি রাইকোনেন। পোল পেয়েও তৃতীয় নিয়ে সন্তুষ্ট থাকতে হল মার্সিডিজের লুইস হ্যামিল্টনকে।
রেসের শেষটা অবশ্য রুদ্ধশ্বাস থ্রিলার করে তোলেন তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল। নবম স্থানে শুরু করেও টায়ার স্ট্র্যাটেজির জোরে শেষের ল্যাপগুলোয় রাইকোনেন আর হ্যামিল্টনকে চাপে রাখলেন। ফিনিশ লাইনের ঠিক আগে হ্যামিল্টনের রক্তচাপ বাড়িয়ে তাঁকে প্রায় ওভারটেক করেই ফেলেছিলেন। শেষে চতুর্থ হলেন হ্যামিল্টনের থেকে মাত্র ০.২ সেকেন্ড পিছিয়ে থেকে।
এ দিকে, রেড বুল বিতর্ক আজ আরও ঘনীভূত! যোগ্যতা পর্বে মার্ক ওয়েবারের গাড়ির জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর থেকেই গুঞ্জনটা ছিল, ষড়যন্ত্রের শিকার অস্ট্রেলীয়। এ দিন ষোলো ল্যাপে টরো রসোর জঁ-এরিক ভেঙ্গের সঙ্গে ধাক্কার পর পিটে গিয়ে সামনে উইং আর বাঁ দিকের চাকা পাল্টে ট্র্যাকে ফেরেন ওয়েবার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই চাকা খুলে গিয়ে রেস থেকে ছিটকে যান তিনি।
ষড়যন্ত্রের ইঙ্গিতে আবার প্রচণ্ড ক্ষুব্ধ রেড বুল টিম প্রিন্সিপাল ক্রিশ্চিয়ান হর্নার। বলেছেন, “যারা ষড়যন্ত্র বলছে তারা ফর্মুলা ওয়ান বোঝে না। মার্ক জানে সমস্যাটা কোথায়।” গোদের উপর বিষ ফোড়া, ধাক্কার জন্য বাহারিনের রেসে তিন গ্রিডের পেনাল্টি হল ওয়েবারের। সুটিলের গাড়িকে ধাক্কা মারায় স্যবারের এস্তেবান গুতিয়েরেজেরও পাঁচ গ্রিড পেনাল্টি হয়েছে।
|