টুকরো খবর
আট ফুটের মূর্তি কৃশানুর
তিনি চলে গিয়েছেন বছর দশ আগে। কিন্তু ময়দানের হৃদয়ে আজও অমর প্রয়াত ফুটবলার কৃশানু দে। এ বার ভারতীয় ফুটবলের মারাদোনার মূর্তি বসতে চলেছে শহরে। সরশুনায় নিজের স্টুডিওতে গত দু’মাস ধরে আট ফুট উঁচু ব্রোঞ্জের সেই মূর্তি নিয়েই ব্যস্ত শিল্পী ভবতোষ সুতার। ময়দানের শেষ ফুটবল-শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বরে কৃশানুর পাড়ার ক্লাব প্রভাত সংঘের তরফে এই মূর্তি স্থাপনের জন্য আবেদন জানানো হয়েছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। ঘটনাক্রমে পার্থবাবু আবার কৃশানুর পাড়ারই বাসিন্দা। পাড়ার ক্লাবের আবেদন শুনেই তিনি প্রয়াত ফুটবলারের মূর্তি বসানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন। দায়িত্ব দেওয়া হয় ভবতোষবাবুকে। ইস্টবেঙ্গল ক্লাবে লাল-হলুদ জার্সি গায়ে কৃশানুর যে ছবিটি রয়েছে, সেই আদলেই গড়া হচ্ছে মূর্তি। প্রয়াত ফুটবলারের স্ত্রী শর্মিলা দে জানিয়েছেন, আট ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে আট ফুট বেদির উপর। খরচ পড়বে প্রায় ১২ লক্ষ টাকা। যা ব্যক্তিগত উদ্যোগে জোগাড় করার দায়িত্ব নিয়েছেন পার্থবাবু। মূর্তির কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে আরও মাস চারেক। সব কিছু ঠিকঠাক চললে, পুজোর আগেই শহরে উন্মোচিত হবে কৃশানু দে’র ব্রোঞ্জ মূর্তি। তবে কোথায় এই মূর্তি বসবে তা এখনও ঠিক হয়নি।

খেতাবের সামনে দুই ম্যাঞ্চেস্টার
লিগ খেতাবের আরও কাছে পৌঁছল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর ম্যাঞ্চেস্টার সিটি পৌঁছল এফএ কাপ জেতার দোরগোড়ায়। শনিবার ইপিএলে অবনমনের আওতায় ঢলে পড়া স্টোক-কে ক্যারিক এবং ফান পার্সির পেনাল্টি গোলে ২-০ হারাল ম্যান ইউ। অন্য দিকে, এফএ কাপ সেমিফাইনালে চেলসিকে ২-১ হারিয়ে ম্যান সিটি ফাইনালে গেল। নাসরি আর আগেরোর গোলের পর ব্যবধান কমান দেম্বা বা। ১১ মে ফাইনালে মানচিনির দলের প্রতিদ্বন্দ্বী লিগে অবনমনের আওতায় পড়া উইগান।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.