এ রকম একটা সুযোগের অপেক্ষাতেই যেন ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। শেষ বলের ‘থ্রিলার’ জেতা, তাও আবার রবীন্দ্র জাডেজার হাত ধরে। আর যায় কোথায়। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারানোর পর তাই টুইটারে আরও একটা ‘মাস্টার জোক’ পোস্ট করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। কাকে নিয়ে? কেন ‘স্যর জাডেজা’-কে নিয়ে!
ধোনি লিখেছেন, “যখন স্যর জাডেজাকে এক বলে দু’রান করতে বলবেন, তিনি এক বল বাকি থাকতেই জয় এনে দেবেন!” |
শনিবার রাতে দক্ষিণ ভারতীয় ডার্বিতে শেষ বলে দু’রান করতে হবে এই অবস্থায় নেমে আরপি সিংহের বলে ক্যাচ দিয়ে বসেছিলেন জাডেজা। কিন্তু আরপি-র বিশাল ওভারস্টেপিং বাঁচিয়ে দেয় চেন্নাইকে। উত্তর প্রদেশের পেসার ‘নো’ বল না করলে হাসিঠাট্টা করার মতো পরিস্থিতিই তৈরি হত না চেন্নাইয়ের। অবশ্য আইপিএল সিক্সে ধোনি যে রকম মেজাজে রয়েছেন তাতে হারার পরও হয়তো জাডেজাকে নিয়ে নতুন কোনও চুটকি টুইটারে ছাড়ার লোভ সামলাতে পারতেন না।
গত মঙ্গলবার থেকেই তো জাডেজাকে নিয়ে মজা করে একের পর এক টুইট করতে শুরু করেছেন ধোনি। অস্ট্রেলিয়া সিরিজে সৌরাষ্ট্রের অলরাউন্ডারের পারফরম্যান্স সোশ্যাল নেটওয়ার্কে দুর্দান্ত জনপ্রিয়তা দিয়েছিল। জাডেজাকে নিয়ে মাতামাতি শুরু হয় এতটাই যে, তাতে যোগ না দিয়ে থাকতে পারেননি ধোনিও। শুক্রবার যেমন ধোনি টুইট করেছিলেন, “দ্বিপাক্ষিক সিরিজে মাত্র একটি টি টোয়েন্টি ম্যাচ নিয়ে স্যর জাডেজা হতাশ হওয়ায় বিসিসিআই আইপিএল চালু করেছে। তাই আইপিএলের ফ্যানরা প্লিজ ধন্যবাদ জানান স্যর জাডেজাকে।”
আর তাঁকে নিয়ে সতীর্থদের এই হাসিঠাট্টা নিয়ে জাডেজা কী বলছেন জানেন? “উপাধিটা (স্যর) জোক-ই। আমরা সবাই উপভোগ করছি। গোটাটাই ইয়ার্কি। এর মধ্যে সিরিয়াস কিছুই নেই। আমি নিজেকে গ্রেট বলে মনে করি না। যেমন আছি, তেমনই থাকতে চাই। সবাই মজা করছে দলে তাই আমার কোনও আপত্তি নেই,” বলে দেন তিনি।
|
যখন স্যর জাডেজাকে এক বলে দু’রান
করতে বলবেন,
তিনি এক বল বাকি
থাকতেই জয় এনে দেবেন!
ধোনির টুইট |
|
উপাধিটা (স্যর) জোক-ই। আমরা সবাই উপভোগ করছি।
গোটাটাই ইয়ার্কি। এর মধ্যে সিরিয়াস কিছুই নেই।
জাডেজার জবাব |
|