ইডেনে স্বপ্নের অভিষেক ঘটিয়ে তীব্র হইচইয়ের মধ্যে ততক্ষণে বাইপাসের ধারে টিম হোটেলে ঢুকে পড়েছেন তিনি। এবং তারই ফাঁকে আনন্দবাজারকে কেকেআরের নতুন ‘সেনসেশন’ সচিত্র সেনানায়কে যা বললেন...
• “...স্বপ্নের মতো মনে হচ্ছে এখনও। এ রকম অভিষেক ঘটবে ভাবিনি। দুর্দান্ত অনুভূতি হচ্ছে। আমি নিজের ভূমিকাটা জানতাম, সেই মতো নিজের কাজটা করতে চেয়েছিলাম। ক্যাপ্টেন আমার উপর আস্থা রেখেছিল। ভাল লাগছে এটা ভেবে যে, তার মর্যাদা ফিরিয়ে দিতে পেরেছি। সবচেয়ে বড় কথা আমার টিম জিতেছে...।”
• “...আমি কোথায় স্পেশ্যাল? কেন আমাকে মিষ্ট্রি স্পিনার বলা হয়? আমার মনে হয়, প্রশ্নটা ব্যাটসম্যানদেরই করা ভাল! আমার মিষ্ট্রি নিয়ে সবচেয়ে ভাল উত্তর ওরাই দিতে পারবে। আমি শুধু একটা কথা জানি। আমি একজন সৎ ক্রিকেটার। যে সব সময় আপ্রাণ চেষ্টা করে আইপিএলের মতো টুর্নামেন্টে একটা প্রভাব রেখে যেতে...।”
• “...ইডেনের উইকেটটা আজ ফ্ল্যাট ছিল। কিন্তু তাতে আমার অসুবিধা হয়নি। ম্যানেজ করে নিয়েছি...।”
• “...অজন্তা মেন্ডিসের সঙ্গে আমি কোথায় আলাদা? খুঁটিয়ে বলতে পারব না। অজন্তা আমার টিমমেট। কিন্তু আমাদের দু’জনের বোলিং স্টাইল থেকে শুরু করে অনেক কিছুই আলাদা...।”
• “আমার আর সুনীলের জুটিটা ভালই জমেছে। আজকেও আমরা দু’জনে বল করার সময় মাঝে মাঝেই নিজেদের মধ্যে কথা বলছিলাম। আমাদের দু’জনে মিল হল, আমরা দু’জনেই প্রথমে ব্যাটসম্যানকে নিয়ে একটা প্ল্যান করি। তার পর আক্রমণে নেমে পড়েছিলাম...।” |