কে বলল ইডেন গার্ডেন্সে শাহরুখ খান না থাকলে ‘শব্দ’ হয় না!
প্রচণ্ড গরমকে বুড়ো আঙুল দেখিয়ে নববর্ষের আগের দিন ষাট হাজার দর্শক বোঝালো, ইডেন আছে ইডেনেই।
এই উন্মাদনার মধ্যেই, প্রতি বছরের মতো রবিবার থেকে নাটইস প্যাভিলিয়নে শুরু হয়ে গেল টলিউডের বার্ষিক আইপিএল রিইউনিয়ন।
বাইরে যখন ষাট হাজার লোকের আওয়াজ, নাইটস প্যাভিলিয়নের বক্সে তখন অন্য ‘শব্দ’।
গত শুক্রবার মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘শব্দ’।
পুরো কলকাতা জুড়ে হঠাৎ করে এই ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছে বিরাট ‘বাজ্জ্’। সেই ‘শব্দ’-এর পুরো টিম এ দিন হাজির ছিল ইডেনে। |
নাইটস-প্যাভিলিয়নে টলিউড। বাঁ দিক থেকে অনিরুদ্ধ রায়চৌধুরী, ঋতুপর্ণা,
সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবি: ইন্দ্রনীল রায় |
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, চূর্ণি গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীরা।
“আমার কাছে এটা একটা মায়াবী অভিজ্ঞতা হল। সানরাইজার্সের একটা একটা উইকেট পড়ছে আর আমিও খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় ‘শব্দ’ হাউসফুল হচ্ছে। এটাও বলব, রবিবার ইডেনে গিয়ে বুঝলাম, ইডেন আর সিনেমা হল দুটোই অনায়াসে ভরাতে পারে দর্শকরা,” খেলা দেখার মাঝে বলছিলেন কৌশিক। ‘শব্দ’ ছবিতে অভিনয় করা সৃজিত মুখোপাধ্যায় এসেছিলেন নিজের আইপ্যাড নিয়ে। বক্সে ঢুকে আইপ্যাড বের করতেই সবার প্রশ্ন, হঠাৎ আইপ্যাড কেন?
“আরে, প্রত্যেক দিন ম্যাচ শুরুর আগে আমার আইপিএলের ফ্যান্টাসি লিগ খেলাটা নেশার মতো। কোন প্লেয়ারকে কিনব, কার দাম কত বাড়ছে-এই গেমটা খেলতে আমার দারুণ লাগে। তাই আইপ্যাডটাই নিয়ে এলাম,” এসি বক্সে ‘মোহিতো’য় চুমুক দিতে দিতে বলছিলেন সৃজিত।
যেহেতু রিইউনিয়ন, তাই বক্সে কিন্তু শুধুই ‘শব্দ’-র টিম উপস্থিত ছিল না। ছিলেন আরও অনেকেই।
ছিলেন অসম্ভব ক্রিকেট-ভক্ত ইন্দ্রনীল সেনগুপ্ত। “ইডেনে প্রথম এলাম। এটাই তীর্থস্থান আমার কাছে,” ইডেনকে দেখতে দেখতে নিজের মনে বলছিলেন ইন্দ্রনীল।
খেলা শুরু হওয়ার একটু আগে ঢুকলেন অনিরুদ্ধ রায়চৌধুরী আর লেখক কুণাল বসু।
প্রত্যেক বছরই আইপিএল দেখতে ইডেনে আসেন অনিরুদ্ধ। “এখানে এসে খেলা দেখতে আমার সত্যিই ভাল লাগে। অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা হয়, ভাল খাওয়া-দাওয়া হয়, খেলা দেখা হয়। এটা আমার কাছে সামার কার্নিভাল,” বলছিলেন অনিরুদ্ধ।
অক্সফোর্ডে থাকেন কুণাল বসু। সেখানকার ঠান্ডা থেকে এই গরমে ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। “আমার তো দারুণ লাগল। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আর আমি যতবারই ইডেনে যাই, কেকেআর জেতে। আমার তো নিজেকে লাকি ম্যাসকট মনে হয়,” বলছিলেন কুণাল।
কুণাল যখন বক্সের ভিতর দাঁড়িয়ে নিজেকে ‘লাকি ম্যাসকট’ বলছেন, বাইরে তখন চলছে এ বারের আইপিএলের থিম সং, ‘জাম্পিং ঝপাং’।
সবাই একে অপরকে জাম্পিং ঝপাংয়ের স্টেপ করে দেখাতে বলছেন। এ নিয়ে চলছে হাসাহাসি।
রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বক্সে তখন হাজির পল্লবী চট্টোপাধ্যায়, শুভ্রা কুণ্ডু, সুদীপা মুখোপাধ্যায়, শ্রেয়া পান্ডে।
এর মধ্যেই এল দুই ইনিংসের মাঝের ব্রেক।
দল বেঁধে খেতে চলল টলিউড।
মেনুতে চিকেন কাবাব, প্রন ফ্রাই, চিকেন স্যালাড, এগসটিক ভেজিটেবলস। রয়েছে ফুচকা। সঙ্গে জিরা রাইস, ডাল, চিকেন, মিষ্টি, আরও কত কী! সঙ্গে অঢেল কোল্ড ড্রিংকস আর জুস।
খাওয়া শেষ করে সবাই বক্সে ফেরার পরই ঢুকলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। “আইপিএলের খেলা আমি মিস না করার চেষ্টা করি। আমার তো দারুণ লাগে নাইটস প্যাভিলিয়নে এসে খেলা দেখতে আর আড্ডা মারতে। এই তো আজকে কৌশিক, সৃজিত, টোনির সঙ্গে দেখা হল, আড্ডা হল। আমার ফ্যানদের সঙ্গেও দেখা হয়,” দর্শকদের দিকে হাত নাড়তে নাড়তে বললেন ঋতুপর্ণা।
ততক্ষণে ম্যাচ প্রায় জিতে এসেছে কেকেআর। ধীরে ধীরে বেরনোর প্রস্তুতি নিচ্ছেন সেলিব্রিটিরা।
তার মধ্যেই ‘শব্দ’ ছবি যে বহু জায়গায় হাউসফুল হচ্ছে তার খবর এল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ব্ল্যাকবেরিতে।
ছবির প্রযোজক গৌতম কুণ্ডু থেকে সৃজিত, অনিরুদ্ধ, ঋতুপর্ণারা অভিনন্দন জানালেন ছবির মুখ্য অভিনেতা ঋত্বিক ও পরিচালক কৌশিককে।
টলিউডের ভ্রাতৃত্বের অদ্ভূত একটি মুহূর্ত নিঃশব্দে তৈরি হয়ে গেল নাইটস প্যাভিলিয়নে। ইডেনের শত আওয়াজের মধ্যে এ যেন অন্য শব্দ। |