বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ভাইয়ের |
ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই বালকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাটের গোলপুর গ্রামের উদয়পুরপট্টিতে। পুলিশ জানায়, মৃত বিশ্বজিৎ খাঁ ওরফে রানা (১৩) এবং দেবাশিস খাঁ (৯) ওরফে গুজে জ্যাঠতুতো-খুড়তুতো ভাই। আম কুড়োতে গিয়েছিল তারা। পুলিশ জেহ দু’টি ময়না-তদন্তে পাঠিয়েছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির আধিকারিকেরা তদন্তে যান। এ দিকে, গ্রামের একই পরিবারের দু’জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। |
শোকাহত পরিবার। ছবি: মোহন দাস। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে ব্যাপক ঝড় হয়েছিল। ঘুম ভাঙতেই গ্রামের ছোট ছেলেমেয়েরা আম কুড়োতে বেরিয়ে পড়ে। ভোর ৫টা নাগাদ রানা ও গুজেও আম কুড়োতে যায়। তাড়াহুড়োতে রানা তখনও গায়ের জামাটাও ভাল মতো গলায়নি। পিছন থেকে তার বাবা রূপচাঁদবাবু দু’জনকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে নিষেধ করছিলেন।
তাঁর চোখের সামনেই রানার পায়ে পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে যায়। হতচকিত গুজে দাদাকে তুলতে গিয়ে সে-ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। রূপচাঁদ তখনও বুঝে উঠতে পারেনি কী বিপদ ঘটেছে। দৌড়ে এসে দু’জনকে তুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। তাঁর চিৎকারে পাড়ার লোকজন ছুটে আসেন। তাঁরাই কাছের ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎসংযোগ ছিন্ন করেন। তিন জনকেই নিয়ে যাওয়া হয় কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও তত ক্ষণে মারা গিয়েছে রানা ও গুজে। রানা কাঁঠালি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। গুজে ছিল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। |