স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে শুধুই পুলিশ, উঠবে না এনসিটিসি প্রসঙ্গ
জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে অবস্থান ঠিক করতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রকই এখন বিষয়টি নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছে না। আগামিকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তাই মূল নজর থাকবে আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি সংস্কারের উপর।
অ-কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা আর এক বার এনসিটিসি নিয়ে রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তোলার জন্য কোমর বাঁধছিলেন। কিন্তু কেন্দ্র এখনই এ বিষয়ে আলোচনায় যেতে নারাজ। কারণ এনসিটিসি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত অবস্থান কী হবে, তা এখনও সুশীলকুমার শিন্দে ঠিক করে উঠতে পারেননি।
এর আগে পি চিদম্বরমের আমলে এনসিটিসি-কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা ইনটেলিজেন্স ব্যুরোর অধীনে রাখা নিয়ে রাজ্যগুলি আপত্তি তুলেছিল। তাদের যুক্তি, আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। কোনও কেন্দ্রীয় সংস্থাকে রাজ্যে গিয়ে তল্লাশি চালানো বা গ্রেফতারের ক্ষমতা দেওয়ার অর্থ রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। তা ছাড়া রাজনৈতিক কারণেও এর অপব্যবহার হতে পারে।
এই পরিস্থিতিতে এনসিটিসি-র হাত থেকে গ্রেফতার বা তল্লাশির ক্ষমতা কেড়ে নিলে এই সংস্থাটি তৈরি করার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। রাজ্যগুলির মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক নিজের অবস্থানই এখনও চূড়ান্ত করতে পারেনি। তাই ঠিক হয়েছে, আগামী মাসে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ফের মুখ্যমন্ত্রীদের সম্মেলন ডাকা হবে। এনসিটিসি-ই আলোচনায় না থাকায় এবং আগামী মাসে ফের বৈঠক হবে জানতে পারায় কংগ্রেসি রাজ্যগুলি ছাড়া অধিকাংশ মুখ্যমন্ত্রীই আগামিকালের সম্মেলনে থাকছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবেন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, পুলিশি ব্যবস্থার সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অপরাধের তদন্তের বিভাগটি পুলিশের অন্যান্য কাজকর্মের থেকে পৃথক করতে বলা হবে। রাজ্য পুলিশের কাজকর্ম ও দায়বদ্ধতা নির্ধারণের জন্য কমিশন গঠন করার কথাও বলা হবে। শিন্দে পুলিশ বাহিনীতে মহিলা বাড়িয়ে অন্তত ৩৩ শতাংশে নিয়ে যাওয়ার কথাও বলবেন। মহিলা, শিশু, তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত মামলাগুলি পুলিশের তরফে যাতে আরও সহানুভূতির সঙ্গে দেখা হয়, তা-র জন্যও রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রয়োজনীয় নির্দেশ দিতে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.