নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গত আর্থিক বছরে, অর্থাৎ ২০১২-’১৩ সালে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলিতে তাদের কয়লা সরবরাহ উল্লেখজনক ভাবে বেড়েছে বলে দাবি করেছে কোল ইন্ডিয়া। বিশেষ করে এনটিপিসিকে ১ কোটি ৭০ লক্ষ টন কয়লা সরবরাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এস নরসিংহ রাও। এ ছাড়া তিনি বলেন, কয়লার মান যাচাইয়ের জন্য একটি তৃতীয় পক্ষ এজেন্ট নিয়োগ করার চেষ্টা চলছে।
কয়লার মান নিয়ে এনটিপিসি-র সঙ্গে কোল ইন্ডিয়ার বিরোধ শুরু হয়েছে। কোল ইন্ডিয়ার কয়লার মান নিয়ে ক্ষুব্ধ এনটিপিসি। এ জন্য তারা ইসিএলের কাছ থেকে যে-কয়লা নিয়েছে, তা বাবদ ১ হাজার কোটি টাকারও বেশি এখনও মেটায়নি। এমনটিপিসি-র দাবি, কয়লা যখন ওয়াগনে তোলা হচ্ছে তখন, এবং যখন এনটিপিসি-র কারখানায় তা এসে পৌঁছচ্ছে, ওই দুই পর্যায়েই মান যাচাইয়ের ব্যবস্থা হোক। কিন্তু কোল ইন্ডিয়ার বক্তব্য, কয়লা সরবরাহ করার জন্য তা ওয়াগনে তোলার পর তার মানের ব্যাপারে কোল ইন্ডিয়ার কোনও দায় নেই। এই বিরোধের জেরে কয়লার মান যাচাই করার জন্য কোল ইন্ডিয়া এবং এনটিপিসির মধ্যে যে যৌথ ব্যবস্থা ছিল, তাতে অচলাবস্থা দেখা দিয়েছে।
নরসিংহ রাও জানান, এনটিপিসি-র সঙ্গে বিবাদ মেটানোর জন্য আলোচনা চলছে। তাঁর আশা, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যা মিটে যাবে। কয়লার মান যাচাই করার ব্যাপারে তৃতীয় পক্ষ এজেন্ট নিয়োগ করার জন্য টেন্ডার ডাকা হবে বলেও জানান রাও।
চলতি আর্থিক বছরে কোল ইন্ডিয়া ৪৯ কোটি ৪০ লক্ষ টন কয়লা সরবরাহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। গত বছর তা ছিল ৪৬ কোটি ৭০ লক্ষ টন। |