এইচ এ এল শেয়ার বাজারে আসতে পারে এই অর্থবর্ষেই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (এইচ এ এল)-এর ১০ শতাংশ শেয়ার চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে বাজারে আসতে পারে। অর্থ মন্ত্রক সূত্রের ইঙ্গিত, নভেম্বর-ডিসেম্বর নাগাদ ওই শেয়ার ছাড়া হবে। নবরত্ন তকমা পাওয়া এই প্রতিরক্ষা সংস্থার শেয়ার বাজারে ছাড়ার ব্যাপারে গত বছরের নভেম্বরেই অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিমানবাহিনীর জন্য হেলিকপ্টার ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও রক্ষণাবেক্ষণ করে বাঙ্গালোর ভিত্তিক এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাদের ১০ শতাংশ শেয়ার এই প্রথম বার বাজারে আসার কথা। এইচ এ এল-এর মোট ১২০.৫০ কোটি টাকার মূলধনের সবটাই কেন্দ্রীয় সরকারের হাতে। এর মধ্যে রয়েছে ১০ টাকা মূল দামের ১২.০৫ কোটি শেয়ার। বিলগ্নিকরণ প্রক্রিয়ার জন্য কেন্দ্র ইতিমধ্যেই ৪টি মার্চেন্ট ব্যাঙ্কার সংস্থা নিয়োগ করেছে। |
কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের ২ কোটি (২.৬%) শেয়ার হাতে নিচ্ছে সিঙ্গাপুরের সংস্থা হেলিকোনিয়া। মোট ১,২৯৬ কোটি টাকা দেবে তারা। শেয়ার পিছু দর ৬৪৮ টাকা। মিলেছে ব্যাঙ্কের পরিচালন পর্ষদের সায়। তবে তা নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ার- হোল্ডারদের অনুমতিসাপেক্ষ। |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ‘ই-কর্নার’ হবে শিলিগুড়ির হাকিমপাড়ায়। বুধবার উদ্বোধন হতে চলা এই কিয়স্কে এটিএম থেকে টাকা তোলা-সহ টাকা জমা দেওয়া, খুচরো সংগ্রহ করা এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা, রেলের আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে। |