তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলেরই বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। শনিবার রাতে ইন্দাস থানার গোবিন্দপুরের ঘটনা। অভিযুক্তেরা ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের অনুগামী বলে পুলিশের কাছে অভিযোগ করেন তাঁর বিরোধী রবিউল হোসেনের লোকজন। ঘটনার প্রতিবাদে রবিবার সকালে প্রতিবাদ মিছিল করেন রবিউলের অনুগামীরা। পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি তথা বিধায়ক গুরুপদ মেটের সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি রবিউল হোসেনের বিরোধ এলাকায় সর্বজনবিদিত। রবিউলের অনুগামী তথা টিএমসিপি-র ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, “বিধায়কের অনুগামী কয়েক জন দলের গোবিন্দপুর অঞ্চল কার্যালয়ে তাণ্ডব চালায়। চেয়ার, টেবিল, টিভি ভাঙচুর করে ওরা সীতারাম মাঝি নামে দলের এক কর্মীর মাথা ফাটিয়ে দেয়।” বিধায়কের দাবি, “আমাকে অপদস্থ করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।”
|
দু’টি ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দু’জনের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মহম্মদবাজারের গণপুর জঙ্গলের কাছে। মৃতেরা হলেন খড়িমাটি বোঝাই ট্রাকের চালক দিলীপ দাস (৪০) ও অন্য একটি ট্রাকের খালাসি বাবলু ঘোষের (২৫)।
|
শনিবার রামপুরহাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৩৮টি রিকশা বিনামূল্যে বিলি করল। রিকশার বৈধ কাগজ তুলে দেওয়ার পরে ‘খুশি’ নামের রিকশার চাকায় পা রাখেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। এতদিন ওই চালকেরা দিনে ২০ টাকার বিনিময়ে অন্যের রিকশা ভাড়া করে চালাতেন। এ বার নিজের রিকশা পেয়ে খুশি ৪ নম্বর ওয়ার্ডের ওই রিকশাচালকেরা। ব্যাঙ্কের শাখা প্রবন্ধক পিনাকী ভট্টাচার্য জানান, পুরসভা ও আশেপাশের গ্রামগুলির আরও কয়েকজনকে রিকশা দেওয়া হবে। |