|
ঋতপা মুখোপাধ্যায়।
নিজস্ব চিত্র। |
নিজের গানের গায়কি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একবার বেশ ক্ষোভের সঙ্গেই বলেছিলেন, “এখন এমন হয় যে, আমার গান শুনে নিজের গান কিনা বুঝতে পারি না। মনে হয় কথাটা যেন আমার, সুরটা যেন নয়। নিজে রচনা করলাম, পরের মুখে নষ্ট হচ্ছে, এ যেন আমার অসহ্য। মেয়েকে অপাত্রে বিয়ে দিলে যেমন সব কিছু সইতে হয়, এও যেন আমার পক্ষে সেই রকম।” সেই সময়ে দাঁড়িয়ে তিনি যে কথা বলেছিলেন, তা কার্যত এখনও প্রযোজ্য। এখনও রাস্তাঘাটে রবীন্দ্রসঙ্গীতের নামে এমন অনেক কিছুই শুনতে পাওয়া যায়। তবে তার বাইরেও কয়েকজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, যাঁরা গানটা গাওয়ার চেষ্টা করেন নিখুঁত ভাবে। তাঁদেরই একজন শান্তিনিকেতনের ঋতপা মুখোপাধ্যায়। শুধু মাত্র পশ্চিমবঙ্গেই নয়, ঋতজা এখন রাজ্যের বাইরেও বেশ পরিচিত নাম। প্রসার ভারতীর রবীন্দ্রসঙ্গীতের বি-হাই শিল্পী ঋতপা শান্তিনিকেতনের সঙ্গীতভবনের প্রাক্তনী। ‘শ্যামা’ নৃত্যনাট্যে শ্যামার চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনিই। যেখানে বজ্র সেনের কণ্ঠে গেয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। শান্তিনিকেতন ছাড়াও ‘শ্যামা’র ওই প্রযোজনা কলকাতার রবীন্দ্র সদনেও মঞ্চস্থ হয়েছে। এমনকী নিশীথ মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র ‘চিত্রাঙ্গদা’র কণ্ঠ সঙ্গীতেও আছেন ঋতপা-ই।
|
সিউড়ি ডিআরডিসি হলে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। |