রাজস্ব আদায়ে সেরা বর্ধমান, দাবি প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জমি, ইট ও বালি থেকে জেলা প্রশাসন ৭৬ কোটি টাকার রাজস্ব আদায় করেছে বলে রবিবার জানালেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। ২০১২-১৩ অর্থবর্ষে এত বেশি রাজস্ব অন্য কোনও জেলা আদায় করতে পারেনি বলেই দাবি তাঁর। গত বছরের চেয়ে এর পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা বেশি। বালি ও ইট আদায় হওয়া রাজস্বের পরিমাণ ৬ কোটি টাকা। তিনি আরও জানান, যে ব্লক ও রাজস্বআদায়কারী আধিকারিকেরা রাজস্ব আদায়ে উল্লেখযোগা সাফল্য দেখিয়েছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, বর্ধমানের দামোদর ও অজয় নদী থেকে তোলা বালি রাজ্যের প্রায় সব জেলায় নির্মাণ কাজে ব্যবহৃত হলেও এতদিন সরবরাহকারীরা বিপুল রাজস্ব ফাঁকি দিত। তা রুখতে বিডিও, রাজস্বআদায় দফতর ও পুলিশ অভিযান চালায়। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম অঞ্জনা সরকার (৪৫)। বাড়ি নদিয়ার চরস্বরূপগঞ্জে। অঞ্জনাদেবী ও তাঁর স্বামী মৃণালকান্তি সরকারের গাড়িটি হুগলির গুপ্তিপাড়ায় একটি লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই মৃত্যু হয় অঞ্জনাদেবীর। মৃণালবাবুকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে ম্যাটাডর উল্টে আহত হলেন ২৫ জন। রবিবার জামালপুরের মশাগ্রামের ঘটনা। গাড়িতে ৩০ জন যাত্রী ছিলেন। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |