তড়িদাহত হয়ে মৃত এক ঠিকা শ্রমিকের দেহ ময়না-তদন্তে না পাঠিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল বর্ধমানে। পুলিশ জানায়, মৃতের নাম উকিল সোরেন (২২)। বাড়ি বর্ধমানের জগদাবাদে। শুক্রবার বিকেলে স্থানীয় শতাব্দীবাগের একটি বাড়িতে বিদ্যুতের লাইন টানতে গিয়ে তড়িদাহত হয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কাজ করার সময়ে কেন বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়নি, সে নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের বাড়ির লোকজন। বিদ্যুৎ বণ্টন কোম্পানির বর্ধমানের তিন নম্বর সেক্টরের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীমন্ত চক্রবর্তী বলেন,“ আমরা সবিস্তার খোঁজ না নিয়ে কিছু বলতে পারব না।” পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। মৃতের দাদা মদন সোরেনের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার লোকজন ভাইয়ের দেহ ময়না-তদন্ত না করিয়েই হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গ্রামের লোকজন প্রতিবাদ করলে দেহ ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। তবে ঠিকাদার মানস ভট্টাচার্য এ ব্যাপারে কোনও কথা বলেননি। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি অসুস্থ। তবে পুলিশের দাবি, শনিবার হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরির সময়ে তিনি উপস্থিত ছিলেন।
দফতরের রিজিওন্যাল ম্যানেজার কল্যাণকুমার ঘোষাল রবিবার বলেন, “ওই ঠিকাদার শ্রমিকের মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে একটি পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও এক জনকে চাকরি দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” |