টুকরো খবর
জখম নেতাকে দেখে গেলেন প্রদীপ
জখম আইএনটিইউসি নেতা নীলমাধব গুপ্তকে রবিবার দুর্গাপুর ইস্পাত হাসপাতালে এসে দেখে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য। ৯ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ এক দল যুবক রানা প্রতাপ রোডের আইএনটিইউসি কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় ও তাঁকে মারধর করে বলে অভিযোগ। তার পরে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। নীলমাধববাবুর দাবি, ওই যুবকেরা তৃণমূল আশ্রিত। যদিও তৃণমূল অভিযোগ মানেনি। ৯ এপ্রিল দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের নিগ্রহের ঘটনার প্রতিক্রিয়ায় সন্ধ্যায় দুর্গাপুর শহরের বেশ কিছু সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল। বাদ যায়নি আইএনটিইউসি কার্যালয়ও। রবিবার চিকিৎসাধীন নীলমাধববাবুকে দেখতে এসে প্রদীপবাবু বলেন, “দিল্লির ঘটনার নিন্দা আমরা করেছি। কিন্তু তার পর রাজ্যে বিরোধীদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা বলার নয়।” তাঁর মন্তব্য, “বাম শাসনের অবসানের জন্য রাজ্যের বর্তমান শাসকদলের সঙ্গে কিন্তু কংগ্রেসও লড়াই করেছিল। কিন্তু শাসকদল এখন বোধহয় তা ভুলে গিয়েছে।

উৎসব শেষ হল চিত্তরঞ্জনে
রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের তিন দিনের উৎসব শেষ হল। চিত্তরঞ্জনে এই উৎসবে প্রথম দিন সভাপতিত্ব করেন জামতাড়া রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী সনকানন্দ। প্রথম দিন স্বামী বিবেকানন্দ ও সারদাদেবীর জীবনদর্শন নিয়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের বিষয় ছিল বিবেকানন্দ ও রামকৃষ্ণের প্রাসঙ্গিকতা। সে দিনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পড়ুয়াদের অভিনীত ‘বালক গদাধর’ দর্শকদের নজর কাড়ে। শেষ দিন ‘বিবেকানন্দ ও সম্প্রীতি’ নিয়ে আলোচনা করেন বিবেকানন্দ-গবেষক মকবুল ইসলাম। ‘বিবেকানন্দের সাহিত্য ও মনন’ নিয়ে আলোচনা করেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। মুম্বই উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় সামাজিক ন্যায় ও বিচার নিয়ে আলোচনা করেন।

ট্রেন থেকে উদ্ধার অচেতন রেলকর্মী
অর্ধচেতন অবস্থায় এক রেলকর্মীকে ট্রেন থেকে উদ্ধার করল রেলপুলিশ। রবিবার দুপুরে আসানসোল স্টেশন থেকে রামসুন্দর নামে ওই কর্মীকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে রেলপুলিশ। তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, রেলের কাঁচড়াপাড়া কর্মশালার ওই কর্মী এ দিন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে নিজের দেশের বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন। গোরক্ষপুর স্টেশনেই তিনি শোনপাপড়ি কিনেছিলেন। তা খেয়েই অচেতন হয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গের জিনিসপত্র খোয়া গিয়েছে।

নতুন নলকূপ
বিপিএল তালিকাভুক্তদের জন্য সোমবার গভীর নলকূপের উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। বিএসইউপি কলোনিতে ওই নলকূপের উদ্বোধন হয়। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জল সঙ্কটে ভুগছিলেন।

গ্রামে গাজন
ধুমধামের সঙ্গে আসানসোল গ্রামে অনুষ্ঠিত হল গাজন উৎসব। হাজার হাজার ভক্তের সমাগম হয়। বিভিন্ন খেলায় মাতেন। কয়েকশো বছরের পুরনো এই গাজনের উৎসব।

কোথায় কী

দুর্গাপুর


বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। ঝাঝা গ্রাম। সকাল ১০টা। উদ্যোগ: কুনুর কথা।

‘সুরের আকাশে নববর্ষের সন্ধ্যা।’ দুর্গাপুজো প্রাঙ্গণ। সন্ধ্যা সাড়ে ৬টা।
উদ্যোগ: মার্কনী মহিস্কাপুর ক্লাব সমন্বয় কমিটি।

আসানসোল

নববর্ষের অনুষ্ঠান ও প্রভাতফেরি। দক্ষিণ ধাদকা প্রয়াস কালচারাল ফোরাম। সকাল ৮টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.