নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অস্বাভাবিক মৃত্যু হল এক ইটভাটা মালিকের। সোমবার একটি পরিত্যক্ত জলভর্তি পাথর খাদান থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম অনুজ চৌধুরী (৩৩)। তিনি আসানসোলের গোপালনগরের বাসিন্দা। তাঁর মোটরবাইক, মোবাইল ফোন ও টাকার ব্যাগ উদ্ধার হয়েছে। ওই ব্যবসায়ীর দেহে আঘাতের চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
আসানসোল উত্তর থানা সূত্রে জানা যায়, অনুজবাবুর একাধিক ইট ভাটা রয়েছে। ৯ এপ্রিল সকালে তিনি মোটরবাইকে চড়ে বাড়ি থেকে বেরোন। আর ফেরেননি। তাঁর স্ত্রী মিনু চৌধুরী পুলিশকে জানান, তাঁরা পরিচিত ও আত্মীয়ের বাড়িতে খোঁজ নেন। কিন্তু কোনও হদিস পাননি। |
দেহ উদ্ধারের পরে ভিড় বাসিন্দাদের। নিজস্ব চিত্র। |
১০ এপ্রিল পরিবারের তরফে পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ১১ এপ্রিল সকালে আসানসোল উত্তর ও বারাবনি থানা এলাকার মাঝামাঝি চিঁচুড়িয়া গ্রাম লাগোয়া একটি পরিত্যক্ত জলভর্তি খাদানের সামনে অনুজবাবুর মোটরবাইক, মোবাইল ও টাকার ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকাটি নির্জন। জিনিসগুলি পুলিশ থানায় নিয়ে আসে। পরিবারের লোকজন তা শনাক্তও করেন। ওই খাদানে দেহ মিলতে পারে, এমন সম্ভাবনা দেখে ১২ এপ্রিল এই খাদানে ডুবুরি নামায় পুলিশ। কিন্তু কিছুই পাওয়া যায়নি। রবিবার সকালে সেখানেই অনুজবাবুর দেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পুলিশ দেহ উদ্ধার করে। অনুজবাবুর পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করেন। কী ভাবে অনুজবাবুর মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। |