খেলার টুকরো খবর

জয়ী ন্যাশনাল স্পোর্টিং ক্লাব
রনাই স্পোর্টিং ক্লাব ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ন্যাশনাল স্পোর্টিং ক্লাব, রানিগঞ্জ। রনাই মাঠে তারা রনাই স্টার ক্লাবকে ১৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে ন্যাশনাল ৯ উইকেটে ১২৫ রান করে। জবাবে রনাই ১১২ রানে শেষ হয়ে যায়। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিজিত দলের পিকু দাস। পুরস্কার বিতরণ করেন স্থানীয় বিধায়ক সোহরাব আলি, আসানসোল-দুর্গাপুর কমিশনার অজয় নন্দ, এসিপি অজয় প্রসাদ। আয়োজকদের পক্ষে শেখ হাসান জানান, ১২টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

চ্যাম্পিয়ন গর্দানমারি
অম্বেডকরের ১২২তম জন্মদিন উপলক্ষে ভাতারের কর্জনা গ্রামে অনুষ্ঠিত আদিবাসী ফুটবলে চ্যাম্পিয়ন হল গর্দানমারি মাচা গাঁওতা। তারা ফাইনালে ৩-১ গোলে হারায় আয়োজক মদনাপুকুর আদিবাসী পল্লি উন্নয়ন সঙ্ঘকে। ২টি গোল করেন গর্দানমারির সুখচাঁদ হাঁসদা, সুখনাথ মাণ্ডি ও মদনাপুকুরের সুশীল হেমব্রম ১টি গোল করেন। আটটি দলকে নিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাতারের বিধায়ক বনমালি হাজরা।

স্মৃতি টি-টোয়েন্টি
দুর্গাপুরের এমএএমসি মাঠে আয়োজিত হল হীরক রায়
স্মৃতি ক্রিকেটের ফাইনাল। রবিবারের নিজস্ব চিত্র।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব। এমএএমসি মাঠে তারা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বিবেকানন্দ ১৩১ রানের বেশি করতে পারেনি। শিলাদিত্য দেওঘরিয়া জুনিয়র ৪৬ ও সুশান্ত মুখোপাধ্যায় ২৫ রান করেন। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রমিকনগর। কল্যাণ চট্টোপাধ্যায় ২৩ বলে ৪৯, সুরজ রাম ও বিশাল সিংহ লামা ২০ রান করেন। বিজয়ী দলের সত্যজিৎ সিংহ ৩ উইকেট নেন।

নতুনডিহির হার
রেলপাড় ইউনাইটেড ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের প্রথম সেমিফাইনালে বিজয়ী হল ভারতী সঙ্ঘ, আমবাগান। রেলপাড় দুর্গামন্দির মাঠে তারা নতুনডিহিকে ৩-১ গোলে হারায়। খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের বাবন বিশ্বাস।

চ্যাম্পিয়ন তানসেন
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তানসেন এসি। কমলপুর স্পোর্টিং ক্লাবের মাঠের খেলায় তারা ডিএসপিএসএকে ২-০ সেটে হারায়। পুরস্কার বিতরণ করেন মেয়র পারিষদ মণি দাশগুপ্ত। আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়, দিনরাতের এই প্রতিযোগিতায় মোট ৮টি দল যোগ দিয়েছিল।

জিতল মিলনী
বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে হল মিলনী ক্লাব এবং শিবাজি সঙ্ঘের খেলা।
প্রথম ডিভিশন ক্রিকেট লিগে মিলনী ক্লাব ৪৪ রানে হারাল শিবাজি সঙ্ঘকে। টসে জিতে শিবাজী ব্যাট করতে পাঠায় মিলনীকে। মিলনী ৪০ ওভারে করে ২৩০-৯ রান। দলের অলোক শর্মার ৭৭ বলে ৭৯ ও সুদীপ চট্টোপাধ্যায়ের ৫৬ বলে ৫৬ রানে মিলনীর রান ভাল জায়গায় পৌঁছায়। পরে ব্যাট করতে নেমে মাত্র ১৩৩ রানে তাদের ৯টি উইকেট পড়ে যায় শিবাজীর। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইজাজ (২৯)। মিলনীর সঞ্জিব গোয়েল ৩৮ রানে ২টি, অরিত্র চট্টোপাধ্যায় ৩৩ রানে ২টি ও সৌরভ মণ্ডল ২৯ রানে ৩টি করে উইকেট নেন। ২০ এপ্রিলের শেষ ম্যাচে বিবেকানন্দ সঙ্ঘকে হারাতে পারলেই এবারের লিগ খেতাব পাচ্ছে মিলনী। তবে মিলনী ও শিবাজীর বিরুদ্ধে কয়েকজন অবৈধ ক্রিকেটারকে খেলানোর অভিযোগ রয়েছে। অভিযোগগুলির মীমাংসা না হলে, লিগের খেতাবজয়ীর নাম ঘোষণা অথৈ জলে পড়তে পারে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রের খবর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.