শ্রম দফতরের নাম নথিভুক্ত না থাকায় ভিনরাজ্যে কাজে গিয়ে মালদহের মৃত ১১ জন দিনমজুরের মধ্যে ১০ জনের পরিবার রাজ্য সরকারের নির্মাণ কর্মী সামাজিক সুরক্ষা প্রকল্পের দেড় লক্ষ টাকা ক্ষতিপূরন পাননি। কেবলমাত্র আনারুল শেখ মুম্বইয়ে কাজে যাওয়ার আগে শ্রম দফতরে নাম নথিভুক্ত করান বলে তাঁর পরিবার ক্ষতিপূরণের ওই টাকা পেয়েছেন। বিষয়টি নজরে আসতে জেলার সমস্ত নির্মাণ কর্মীদের নাম জেলা শ্রম দফতরে নথিভূক্ত করতে উদ্যোগী প্রশাসন। জেলা থেকে কতজন নির্মাণকর্মী জেলা তথা রাজ্যের বাইরে কাজ করছেন, সেই তথ্য শ্রম দফতর বা প্রশাসনের কাছে নেই।
শুক্রবার জেলাশাসক গোদালা কিরণ কুমার বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, “জেলা থেকে প্রতিদিন প্রচুর নির্মাণ কর্মী ভিন রাজ্যে যাচ্ছেন। তাঁদের নাম জেলা শ্রম দফতরে নথিভূক্ত নেই। কোনও কারণে তাঁরা বাইরে মারা গেলে সামজিক সুরক্ষা প্রকল্পের ক্ষতিপূরণের থেকে বঞ্চিত হচ্ছেন।” জেলাশাসক জানান, এই সমস্যার জন্য নির্মাণকর্মীদের নাম শ্রম দফতরে নথিভুক্ত করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে জেলার প্রতিটি ব্লকে ব্লকে শিবির করে একমাস ধরে নাম নথিভুক্ত করার কাজ করা হবে। কারও নাম নথিভুক্ত করা থাকলে তিনি দুর্ঘটনায় মারা গেলে তাঁর পরিবারের দেড়লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। সৎকারের জন্য তিন হাজার টাকা মিলবে। পাশাপাশি, জীবিত থাকলে ৬০ বছরের পর থেকে ওই নির্মাণ কর্মী মাসে ৭৫০ টাকা পেনশন পাবেন। জেলায় ৬৯২৮০ নির্মাণকর্মীর নাম শ্রম দফতরে নথিভুক্ত। ২৩,৪২৩ নির্মাণ কর্মীকে মোট ৫ কোটি ৭৩ লক্ষ ১৯ হাজার ১৫১ টাকা সামাজিক সুরক্ষা প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
|