টুকরো খবর
বেকসুর খালাস পেলেন যুবক
নাম বিভ্রাটে জেলবন্দী যুবক চন্দন রায়কে শুক্রবার বেকসুর খালাসের নির্দেশ দিলেন জঙ্গিপুরের এসিজেএম সঞ্জীব দারুকা। খালাসপ্রাপ্তের আইনজীবী মতিউর রহমান বলেন, “চন্দনবাবুকে মামলা থেকে রেহাই মিলেছে।” আদালত সূত্রের খবর, ১৯৮৮ সালের যৌন নিগ্রহের এক মামলায় আসামী ছিলেন চন্দন রায় নামে এক ব্যক্তি। ইতিমধ্যে তিনি মারাও গিয়েছেন। দীর্ঘদিন পরে সেই মামলা পুনরায় কোর্টে উঠলে পুলিশ চন্দন রায়ের সন্ধানে নেমে একই নামের চন্দন রায় নামে এক যুবককে ধুলিয়ান থেকে গ্রেফতার করে আদালতে তোলে। কোর্ট তাঁর জেল হাজতের দেয়। অথচ ঘটনার সময় ধৃত বছর তেইশের এই চন্দন রায়ের জন্মই হয়নি। তিনি বিষয়টি পুর্নবিবেচনার জন্য আদালতে আবেদন জানালে বিচারক তাঁকে বেকসুর খালাস করে দেন। পুলিশ আদালতে ক্ষমা চেয়েছে।

পুরনো খবর:
স্বামীর আত্মহত্যার চেষ্টা, বধূ আত্মঘাতী
পারিবারিক অশান্তির জেরে এক ব্যক্তি কীটনাশক খান। গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে তাঁর স্ত্রী আচমকা গাড়ি থেকে ঝাপ দিয়ে আত্মঘাতী হন। মৃতার নাম শিবানী প্রামাণিক (২১)। ওই মহিলার স্বামী মধুসূদন প্রামাণিক শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, বছর দুয়েক আগে কৃষ্ণনগরের আনন্দবাসের বাসিন্দা শিবানীদেবীর বিয়ে হয় শান্তিপুরের গয়েশপুরে মধুসূদন প্রামাণিকের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক বিবাদ লেগেই থাকত। শুক্রবার সকালে অশান্তি চরমে উঠলে কীটনাশক খান মৃতার স্বামী।

যাবজ্জীবন কারাদন্ড
নবম শ্রেণির এক পড়ুয়াকে খুনের দায়ে শুক্রবার চার জনের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট (চতুর্থ)-এর বিচারক রাজীব সাহা। সাজাপ্রাপ্তরা হল অভিজিৎ ঘোষ, যুগল বিশ্বাস, রিন্টু ঘোষ ও সঞ্জীব দে। আদালত সূত্রের খবর, ২০০৯ সালে ২০ মে কৃষ্ণনগরের দে-পাড়া হাই স্কুলের ছাত্র অপূর্ব ঘোষ নিখোঁজ হয়। রাতেই ক্ষতিপূরণ চেয়ে ওই ছাত্রের বাড়িতে ফোন আসে। পরদিন ওই ছাত্রের বাবা মানিক ঘোষ কৃষ্ণনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ২৩ মে রাতে জঙ্গলবাস থেকে মেলে ওই ছাত্রের দেহ। পুলিশ মোবাইলের সূত্র ধরে দোষীদের ধরে।

পুরনো খবর:
সন্ত্রাসের অভিযোগ
স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থী দিতে না পারায় শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনল সিপিএম। চাকদহ রাউতাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। কংগ্রেস-তৃণমূল-পিডিএসের জোট মনোনয়নপত্র দেয়। সিপিএম প্রার্থী দিতে পারেনি। সিপিএমের শিমুরালি লোকাল কমিটির সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন, “প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। তৃণমূলের গা-জোয়ারিতে প্রার্থী দিতে পারলাম না।” অভিযোগ উড়িয়ে দিয়ে কল্যাণীর ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস বিশ্বাস বলেন, “প্রার্থী খুঁজে না পেয়ে সন্ত্রাসের মিথ্যা নালিশ করছে সিপিএম।” স্কুলের প্রধান শিক্ষক আশিস ভৌমিক বলেন, “বিদ্যালয়ে ভিতরে কোনও হট্টগোল হয়নি।”

বাবা-ছেলের মৃত্যু
গাড়ির সঙ্গে মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। নাম কাজী সাদিকুল (৩৫) ও সাইফুল ইসলাম (৮)। বাড়ি সাগরদিঘির গোকুলতায়। পুলিশ জানায়, শুক্রবার সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে তালাইয়ের কাছে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সাদিকুল। সাইফুলের মৃত্যু হয় জঙ্গিপুর হাসপাতালে।

মৃত্যু বাইক চালকের
গাড়ি ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটর বাইক চালকের। নাম নারায়ণ পাল (৩৫)। বাড়ি সালারের দত্তবুরুটিয়া এলাকায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সালার যাওয়ার পথে সোনারুদ্দি চালকলের কাছে গাড়ির ধাক্কা জখম হন ওই যুবক। তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করানো হলেও মারা যান ওই যুবক।

ট্রাক্টর উল্টে জখম
ট্রাক্টর উল্টে জখম হয়েছেন আট জন। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বর্ধমানের কেতুগ্রাম থেকে ট্রাক্টরে করে উদ্ধানপুরে গাজন উপলক্ষে গঙ্গাস্নানে যাচ্ছিলেন কয়েকজন। মাঝে সালারের দক্ষিণখন্ড এলাকায় ট্রাক্টরটি উল্টে যেতেই এই বিপত্তি।

প্রতিবাদ মিছিল
দিল্লিতে মন্ত্রী নিগ্রহের প্রতিবাদে শুক্রবার বিকেলে তৃণমূল ছাত্র ও যুব সংগঠন এক ধিক্কার মিছিল বার করে। কল্যাণী স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় শহরের প্রান্ত সীমা রথতলায়। সেখানে প্রতিবাদ সভা হয়। সভায় হাজির ছিলেন কল্যাণীর বিধায়ক তৃণমূলের রমেন্দ্রনাথ বিশ্বাস, টিএমসিপির জেলা সভাপতি জয়ন্ত পাল, শহর তৃণমূল যুব সভাপতি অরূপ মুখোপাধ্যায় প্রমুখ।

ডিকি ভেঙে লুঠ
বাইকের ডিকি ভেঙে গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার স্বর্ণ ব্যবসায়ী দেবব্রত দাস বিশ্বাস তাঁর দোকান সংলগ্ন সাগরদিঘি রেলবাজারে বাইক রেখে চায়ের দোকানে যান। একটু অন্যমনস্ক হতেই ডিকি ভেঙে গয়না নিয়ে পালায়।

ধৃত বাংলাদেশী
দুই বাংলাদেশী যুবককে শুক্রবার বড়ঞা থেকে ধরল পুলিশ। ধৃত সেলিম শেখ ও জিয়ারুল মোড়ল খুলনার বাসিন্দা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.