|
|
|
|
মোদী নিয়ে এখনই সংঘাতের পথে যাচ্ছেন না নীতীশ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি ও পটনা |
অরুণ জেটলিদের অনুরোধে কিছুটা নরম হলেন নীতীশ কুমার। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে এখনই বিজেপির সঙ্গে চূড়ান্ত সংঘাতে যাচ্ছেন না তাঁরা। জেডিইউ সূত্রে খবর, আসন্ন জাতীয় কর্মসমিতির বৈঠকে সরাসরি মোদীর নাম করে আক্রমণে না গিয়ে ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাছাইয়ের উপরেই জোর দেওয়া হবে। মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে তাঁরা যে কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন, তাও অবশ্য কৌশলে অনুমোদন করিয়ে নেওয়া হতে পারে। কিন্তু এ ক্ষেত্রে বৈঠকে মোদীকে নিয়ে কোনও জেডিইউ শীর্ষ নেতা খোলাখুলি আপত্তি জানাবেন না। সেটা করবেন সাধারণ কর্মী-সমর্থকেরা।
আগামিকাল ও পরশু দিল্লিতে জেডিইউয়ের জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে। শোনা গিয়েছিল, সেই বৈঠকেই মোদীকে নিয়ে নীতীশের আপত্তিতে জেডিইউ নেতৃত্ব আনুষ্ঠানিক সিলমোহর দিতে পারেন। এর পরেই সক্রিয় হন জেটলির মতো বিজেপি নেতারা। বিজেপির তরফে জেডিইউ-কে বলা হয়, দল এখনও মোদীর নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি। তাই আলোচনার সুযোগ রয়েছে। জেডিইউয়ের এখনই এই বিষয়ে চূড়ান্ত সংঘাতে যাওয়া উচিত নয়। কারণ, জেডিইউ চূড়ান্ত সংঘাতের রাস্তায় নামলে, সে ক্ষেত্রে বাধ্য হয়ে রাজনৈতিক ভাবে পাল্টা আক্রমণ করতে হবে বিজেপি শিবিরকে। লোকসভা নির্বাচনের আগে এনডিএ-র দুই শরিকের বিবাদ আখেরে ফায়দা করে দেবে কংগ্রেসের মতো বিরোধী দলগুলিকেই। বিজেপির এই যুক্তি মেনে নেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে জেডিইউ শিবির থেকে।
এই পরিস্থিতিতে জেডিইউ সূত্রের খবর, দু’দিনের বৈঠকে দেশের আর্থিক, রাজনৈতিক ও বৈদেশিক নীতি নিয়ে তিনটি প্রস্তাব গ্রহণের কথা রয়েছে। রাজনৈতিক প্রস্তাবে আলাদা করে একটি বিষয় থাকবে জোট শরিকদের নিয়ে। দল যে আগামী দিনে কোনও ধর্মনিরপেক্ষ নেতাকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চায়, সেই প্রস্তাবের মাধ্যমেই তা স্পষ্ট করে দেওয়া হবে। ওই প্রস্তাবের আলোচনায় আলাদা করে কোনও শীর্ষ নেতা মোদীর নাম নেবেন না বলেই ঠিক করেছে দল। তবে এক নেতার কথায়, “শীর্ষ নেতৃত্বের বদলে কর্মী-সমর্থকদের একটি অংশ বৈঠকে মোদীর নামে নিজেদের আপত্তি জানাবেন। যাকে সমর্থন জানাবেন শীর্ষ নেতৃত্ব। এবং তা অনুমোদন করিয়ে নেওয়া হবে।”
চূড়ান্ত সংঘাতের বদলে এই ভাবেই বিজেপিকে প্রচ্ছন্ন বার্তাটুকু দিয়ে রাখছেন নীতীশরা। আসলে তাঁরাও বুঝেছেন, এখনও ভোটের এক বছর বাকি। দরকার হলে, মোদী প্রশ্নে ধাপে ধাপে সুর চড়ানো যাবে। আর পুরনো শরিকের এই অবস্থানে কিছুটা হলেও স্বস্তিতে বিজেপি শিবির। জেডিইইউ কী প্রস্তাব আনে, তা পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
|
পুরনো খবর: মোদীতে ‘না’, সিদ্ধান্ত ঘোষণার পথে জেডিইউ |
|
|
|
|
|