নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বেআইনি নির্মাণে জলপাইগুড়ির পিসি শর্মা মোড় এবং দেশবন্ধুপাড়ার দুটি দোকানের সম্প্রসারিত কাঠামো ভাঙল পুরসভা। বৃহস্পতিবার অভিযান চালিয়ে পিসি শর্মা মোড়ের একটি নির্মিয়মাণ ভবনের পাঁচিল ভেঙে দেয় পুরসভা। দেশবন্ধুপাড়ার এক আসবাব পত্রের দোকানের লোহার শেডও ভাঙা হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, একাধিকবার দুই কর্তৃপক্ষকে নোটিশ দিলেও তাঁরা অবৈধ নির্মাণ না ভাঙায় এ দিন অভিযান চালানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “অনুমতি ছাড়াই নির্মাণ কাজ হওয়ায় কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কোনও পদক্ষেপ না করায় নির্মাণগুলি ভেঙে দেওয়া হয়েছে।” |
পুর অভিযান। বৃহস্পতিবার জলপাইগুড়ির পিসি শর্মা মোড় এলাকায় তোলা নিজস্ব চিত্র। |
পুরসভা সূত্রে জানানো হয়েছে, বাণিজ্যিক ভবনের কোনও অংশে সম্প্রসারিত করতে হলে পুরসভার আগাম অনুমতি নিতে হয়। পুরসভা ছাড়পত্র দিলেই নির্মাণ কাজ শুরু করা যায়। দেশবন্ধুপাড়ার দোকানে টিনের শেড তৈরি করতে অনুমতি নেওয়া হয়নি। কেন অবৈধ নির্মাণ ভাঙা হবে না, জানতে চেয়ে শোকজও করা হয়। যদিও আসবাব পত্রের দোকানের মালিক শোভন অগ্রবাল বলেন, “পুরসভার কোনও নোটিস পাইনি। এর বেশি কিছু বলা সম্ভব নয়।” অন্য দিকে, পিসি শর্মা মোড় এলাকায় একটি বাণিজ্যিক ভবনের পাশে অনুমতি ছাড়াই পাঁচিল নির্মাণ কাজ শুরু হয়েছিল। পুরসভার তরফে কাজ বন্ধের নোটিস দেওয়ার পরেও অনুমতি না নেওয়ায় এ দিন সেই পাঁচিলও ভেঙে দিয়েছে পুর কর্তৃপক্ষ। বাণিজ্যিক ভবনের মালিক কোনও মন্তব্য করতে চাননি। পুরসভা অভিয়ান চালানোর সময়েও কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হননি। পুরসভার বাস্তুকার এবং কর্মীদের নিয়ে তৈরি অভিযান দলে পুলিশও ছিল। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। |