পথবাতির দাবি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ঘোষপুকুর থেকে মহানন্দা সেতু পর্যন্ত আলোর ব্যবস্থা করার দাবি জানাল ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতি। বুধবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় তারা। ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল জানান, ওই রাস্তা শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের অন্যতম। বিধাননগর এলাকা থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের আনা হয় ওই রাস্তা দিয়েই। তাই পথবাতির দাবি জানানো হয়েছে। পাশাপাশি এলাকায় নতুন কলেজ গড়ার দাবিও জানান তারা। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বারবিশা |
বৃহস্পতিবার কুমারগ্রামের বারবিশায় ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বারবিশার বানিজ্যকর চেকপোস্ট কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুভাষ বর্মন (৩৫)। তাঁর বাড়ি অসমের তুলসিবিল এলাকায়। ব্যবসায়ীরা পরে রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার দাবি তোলেন। |
থানায় নালিশ সাংবাদিকদের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিনা প্ররোচনায় সাংবাদিকদের উপরে লাঠির্চাজ করার অভিযোগে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে। গণ্ডগোলের সময় পুলিশ বিনা বিচারে লাঠি চালায় বলে অভিযোগ। সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তিনজনকে বেপরোয়া মারা হয় বলে অভিযোগ প্রহৃত সাংবাদিকদের। বৃহস্পতিবার শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমারকেও একটি স্মারকলিপি দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। শুক্রবার সকালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও ক্লাবের তরফে জানানো হয়েছে। |