পুরো রাস্তাটাই খানাখন্দে ভরা। ফলে দুর্ঘটনারও বিরাম নেই। স্থানীয় মানুষ রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের কাছে হত্যে দিলেও রাস্তার হাস একই থেকে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকে রায়দিঘির মোড় থেকে বোলের বাজার পর্যন্ত রাস্তা সারানোর দাবিতে বৃহস্পতিবার ক্ষুব্ধ বাসিন্দারা সকাল থেকে বিকাল পর্যন্ত পথ অবরোধ করলেন। স্থানীয় মানুষের এই বিক্ষোভে সামিল হয়েছিলেন ওই রাস্তায় চলাচলকারী যানচালকেরাও। শেষ পর্যন্ত প্রশাসনের তরফে সংস্কারের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। |
প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, রায়দিঘি থেকে বোলের বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা বছর তিনেক ধরেই বেহাল। প্রতিদিন ওই রাস্তায় কয়েকশো ট্রেকার, অটো, মোটরভ্যান ও অন্যান্য গাড়ি চলাচল করে। দীর্ঘদিন কোনও সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা একেবারেই শোচনীয়। খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনারও বিরাম নেই। তার উপর কোনও আঢ়োর ব্যবস্থা না থাকায় রাতের অবস্থা আরও বিপজ্জনক। স্কুল-কলেজ, অফিস-কাছারি থেকে হাসপাতালে যাতাযাতে এই রাস্তার যথেষ্ট গুরুত্ব থাকলেও সংস্কারের অভাবে গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। রাস্তা খারাপের কারণে গাড়ির যন্ত্রাংশেরও প্রভৃত ক্ষতি হচ্ছে বলে জানান চালকেরা। কিন্তু বাসিন্দারের বহু আবেদনেও রাস্তা সারাই নিয়ে প্রশাশনের কোনও হুঁশই নেই। এরই প্রতিবাদে এবং অবিলম্বে রাস্তা সারানোর দাবিতে এ দিন সকাল সাতটা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। তাঁদের সঙ্গে যোগ দেন যানচালকেরাও। কেন রাস্তা সারানো হচ্ছে না তা নিয়ে মথুরাপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কংসমোহন কয়ালের সাফাই, “রাস্তা সারানোর অত টাকা আমাদের তহবিলে নেই। জেলা পরিষদ থেকে টাকার ব্যবস্থা হলেই রাস্তা সারানো হবে।” বিডিও নিরাঞ্জন কর বলেন, “এ বিষয়ে আলোচনা চলছে। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” |