তাঁর জন্যই কমে গিয়েছিল স্কুলছুটের সংখ্যা। নিজের পয়সায় তিনি কিনে দিতেন খেলনা। কোনও পড়ুয়ার সামান্য অসুবিধা হলেই দাঁড়াতেন তার পাশে। সেই শিক্ষককেই বদলি করে দেওয়ার নির্দেশ আসায় তাই অভিমানে ফেটে পড়ল গ্রাম। কান্দির ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষককে ঘিরে ঘণ্টা খানেক বিক্ষোভও দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি বিবেচনা করার আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। বছর খানেক আগে দেবশঙ্কর দাস নামে ওই শিক্ষক ভবানীপুর স্কুলে যোগ দেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই শিক্ষক আসার পর থেকে স্কুলে পড়ুয়াদের হাজিরা বেড়েছে। দেবশঙ্করবাবু নিজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য খেলার সরঞ্জাম কিনেছেন। ওই শিক্ষকের স্নেহের টানে পড়ুয়ারা স্কুলমুখো হয়েছে। স্থানীয় বাসিন্দা হায়দার আলি, আলিফুল আলমরা বলেন, “ওই শিক্ষক আসার পর স্কুলে পড়াশুনার পরিবেশ ফিরেছে। তাঁর বদলি মেনে নেব না।” প্রধানশিক্ষক লিয়াকত আলি বলেন, “বদলির নির্দেশ রোধের বিষয়টি আমার হাতে নেই। অভিভাবকদের দাবি বিদ্যালয় পরিদর্শককে জানিয়ে দেব।” সেই সঙ্গেই তিনি স্বীকার করেন, “দেবশঙ্করবাবু পড়ুয়াদের ভাল করার চেষ্টা করতেন।” কান্দির চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মামন হায়দার ইসলাম বলেন, “ওই শিক্ষকের বদলি মানতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বিষয়টি প্রাথমিক শিক্ষা সংসদকে জানানো হবে।” আর বদলির নির্দেশ পাওয়া সহ শিক্ষক দেবশঙ্কর দাস কেবল বলেন, “পড়ুয়াদের স্বার্থে কিছু করার চেষ্টা করেছি মাত্র। শিক্ষক হিসেবে এটা আমার কর্তব্য। এতে মানুষের ভালোবাসাও পেয়েছি। তবে বদলির নির্দেশ তো অস্বীকার করা যায় না।”
|
সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার দিল্লিতে যোজনা কমিশনের কার্যালয়ের সামনে এসএফআই সমর্থকদের হাতে রাজ্যের মন্ত্রীদের নিগ্রহের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় হরিণঘাটার বড় জাগুলিতে শাসকদলের কর্মী সমর্থকেরা মিছিল বার করে। অভিযোগ, মিছিল শেষে তারা সিপিএমের স্থানীয় শাখা অফিসে তাণ্ডব চালায়। তছনছ করা হয় দলীয় নথিপত্র। বৃহস্পতিবার বিকেলে শাসকদলের কর্মীরা কল্যাণী বি-ব্লকের সিপিএমের ৩ নম্বর লোকাল কমিটির অফিস তছনছ করার অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়াও এ দিন চাকদহের রাওতাড়িতেও সিপিএমের শাখা অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষের বক্তব্য, “তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছে। কাগজপত্র ও প্রয়াত নেতাদের ছবি নষ্ট করা হয়েছে।” অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা রত্না ঘোষ বলেন, “মিথ্যা অভিযোগ। স্রেফ প্রতিবাদ সভা ও মৌন মিছিল করা হয়।”
পুরনো খবর: জেলায় বিক্ষোভ তৃণমূলের |
মায়ের কাছে থেকে কয়েক মুঠো চাল প্রায় ছিনিয়ে এনে শিক্ষকের হাতে তুলে দিয়েছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মহসিন মণ্ডল। গত ঈদে কেনা দামি সালোয়ারটা চুপিসারে স্কুল ব্যাগে পুরে মাস্টার মশাইয়ের হাতে দেয় নাজমুন সুলতানা। এ ভাবেই সাদিখাঁড়দেয়াড় বিদ্যানিকেতনের খুদে পড়ুয়ারা জলঙ্গির অগ্নিকান্ডে সবহারাদের পাশে দাড়াল। ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগে সামিল হলেন শিক্ষকেরাও। বৃহস্পতিবার বিকেলে সাধ্যমতো অগ্নিদগ্ধ পরিবারগুলির পাশে দাড়ালেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে নগদ টাকা, চাল, ডাল, বস্ত্র ও বাসনপত্র বিলি করা হয়। গত শুক্র ও শনিবার জলঙ্গির ঝাউদিয়া ও হুকোহারা গ্রামের ২০৪টি বাড়ি পোড়ে আগুনে। অনেক সংস্থায় সাহায্যের হাত বাড়িয়েছে নিঃস্ব পরিবারগুলির প্রতি। কিন্তু এই প্রথম কোনও স্কুলের পড়ুয়ারা তাদের টিফিনের যৎসামান্য পয়সা ও চুপিসারে বাড়ি থেকে আনা আনাজপাতি তুলে দিচ্ছেন দুর্গতদের হাতে। ওই স্কুলের প্রধান শিক্ষক সম্পদ বিশ্বাস বলেন, “গ্রাম দু’টি স্কুল থেকে বেশ খানিকটা দূরে। অনেকেই ওই দিনের অগ্নিকান্ডের ভয়াবহতা চাক্ষুস করেছে। ছাত্র-শিক্ষক মিলে আমরা সামান্য আর্থিক সাহায্য ছাড়াও চাল, ডাল, বাসনপত্র তুলে দিয়েছি।” হুকোহারার বাসিন্দা সোবারুল ইসলাম বলেন, “ছাত্র-ছাত্রীদের সাহায্য ভোলার নয়।”
পুরনো খবর: শুষ্ক চৈত্রে অগ্নিকাণ্ড, নাজেহাল দুই জেলা
|
ব্যবসায়িক গোলযোগের কারণে দু’টি পৃথক ঘটনায় দুই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল। কৃষ্ণনগরের ঠিকাদার দীপঙ্কর শেখের ব্যবসায় অংশীদার হতে মাস খানেক আগে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন চাপড়ার রফিক শেখ। অভিযোগ, ব্যবসার শরিক করা হয়নি রফিক শেখকে। উল্টে তাঁর পাওনা দিতেও অস্বীকার করে দীপঙ্কর শেখ। বুধবার রফিককে কৃষ্ণনগরে ডেকে পিডব্লিউডি বাংলোর পিছনের ফাঁকা মাঠে মারধর করে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। তাঁর বাড়িতে অপহরণের গল্প ফেদে মুক্তিপণও চাওয়া হয়। অভিযোগ দায়ের হয় পুলিশে। পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করে ঠিকাদার দীপঙ্কর শেখকে। অন্য দিকে কালীগঞ্জের পাগলাচন্ডীর ব্যবসায়ী নুরুল শেখকে বুধবার কৃষ্ণনগর জেলা আদালত চত্বর থেকে অপহরণ করে শহর সংলগ্ন নতুনগ্রামের একটি বাড়িতে আটকে রাখা হয়। গ্রামের লোকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করে নামাজ শেখ নামে এক ব্যক্তিকে। কৃষ্ণনগরের আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “দু’টি ঘটনার সঙ্গেই ব্যবসায়িক লেনদেন নিয়ে দ্বন্দ্ব জড়িয়ে রয়েছে।”
|
স্ত্রী-কে হত্যার দায়ে এক মহিলার স্বামী সহ পরিবারের চার জনকে বৃহস্পতিবার দশ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মিহির মণ্ডল। পাশাপাশি এক হাজার টাকা জরিমানার নির্দেশও দেন তিনি। অনাদায়ে আরও তিন মাস অতিরিক্ত গারদে কাটাতে হবে অভিযুক্তদের। সরকারি আইনজীবী তাপস কুন্ডু বলেন, “২০০৬ সালে হাঁসখালির গোবিন্দপুর কলোনির বাসিন্দা সুপর্ণা পন্ডিতের বিয়ে হয় কৃষ্ণনগরের আনন্দ সরকারের। বিয়ের পর থেকেই চলত পণের জন্য নির্যাতন। ২০০৭ সালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সুপর্ণাদেবী। মৃতার কাকা অভিযোগ দায়ের করেন পুলিশে। অভিযুক্তেরা এতদিন জামিনে মুক্ত ছিল। এ দিন বিচারক তাদের সাজা ঘোষণা করেন।”
|
ডেকরেটার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রানাঘাটের নজরুল মঞ্চে। হাজির ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হরিপদ সাহা, সাংগঠনিক সম্পাদক সীমান্ত বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। |