টুকরো খবর |
বচসার সময় গরম তেল গায়ে, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বকেয়া টাকা চাওয়া নিয়ে বচসা বেধেছিল তেলে ভাজার দোকানদার ও খদ্দেরের মধ্যে। রাগের মাথায় দোকান থেকে গরম তেল নিয়ে বৃদ্ধ দোকানদারের গায়ে ছিটিয়ে দিয়েছিলেন খদ্দের। গত শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের ময়না থানার পাঁচপুকুরিয়া বাজারে এই ঘটনার পরে গুরুতর আহত বিষ্ণুপদ ঘোড়াইকে (৬৫) প্রথমে ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানেই বিষ্ণুপদবাবু মারা যান। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শেখ আনোয়ারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়না থানার পাঁচপুকুরিয়া গ্রামের বাজারে বিষ্ণুপদবাবুর চা ও তেলে ভাজার দোকান রয়েছে। ওই দোকানের নিয়মিত খদ্দের গ্রামেরই বাসিন্দা শেখ আনোয়ারের কিছু টাকা বকেয়া ছিল। নতুন বাংলা বছর শুরুর আগে বকেয়া এই টাকা আনোয়ারের কাছে চেয়েছিলেন বিষ্ণুপদবাবু। গত শনিবার সন্ধ্যায় আনোয়ার দোকানে এলে ফের বকেয়া টাকা চান বিষ্ণুপদবাবু। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। বচসার সময় উত্তেজিত আনোয়ার দোকানে তেলে ভাজার কড়াই থেকে গরম তেল ছিটিয়ে দেয় বৃদ্ধ বিষ্ণুপদবাবুর গায়ে। গরম তেলে বীভৎস ভাবে পুড়ে যান বিষ্ণুপদবাবু।
|
স্বীকৃতি বাতিল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া বন্দরের আধিকারিকদের সংগঠন ‘অফিসার্স ফোরাম’-এর স্বীকৃতি বাতিল করলেন কর্তৃপক্ষ। বুধবার বিকেল থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ইদানীং এই সংগঠন বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজ করছে। ই-মেল মারফত বন্দরের যাবতীয় কাজের সমালোচনা করছে। তাই এই স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত। কলকাতা বন্দরের চেয়ারম্যান রাজপাল সিংহ কাহালোর বক্তব্য, “এই অফিসার্স ফোরাম উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাই স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে।” ১৯৭৭ সালে পথ চলা শুরু করেছিল বন্দর আধিকারিকদের এই সংগঠন। স্বীকৃতি বাতিল হয়ে যাওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ বন্দরের একাংশ আধিকারিক। অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক বন্দরের আধিকারিক রমাকান্ত বর্মনের অভিযোগ, “ফোরামের নিজস্ব নিয়ম-নীতি রয়েছে। এখানে ভোট হয়। তার জন্য কারও স্বীকৃতির প্রয়োজন হয় না। বন্দর কর্তৃপক্ষ চান একনায়কতন্ত্র। কিন্তু এ ভাবে ৩০০ জন আধিকারিকের কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায় না।”
|
এজলাস বয়কট আইনজীবীদের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মামলার শুনানি চলাকালীন এক আইনজীবীর উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারকের এজলাস বয়কট করলেন আইনজীবীরা। বুধবার জেলা ও দায়রা বিচারক মধুমিতা মিত্রের এজলাসে একটি মামলার শুনানির সময় আইনজীবী বাসব মহাপাত্রের উদ্দেশে বিচারক অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। বুধবার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক করে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা ও দায়রা বিচারকের এজলাস বয়কট করার সিদ্ধান্ত নেয়। সেই মতো এ দিন ওই এজলাসে মামলার শুনানিতে যোগ দেননি কোনও আইনজীবী। তবে অন্য বিচারকের এজলাসে মামলা হয়েছে। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক যুগলকিশোর মেটলা বলেন, ‘‘জেলা ও দায়রা বিচারকের আইনজীবীর প্রতি অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ জানাতেই এজলাস বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এদিনই বিচারক ও আইনজীবীদের মধ্যে আলোচনার পর বিকেলে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছি।”
|
ছুরি দেখিয়ে বিয়ের প্রস্তাব, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে ছুরি দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করল এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় মহিষাদলের অমৃতবেড়িয়ায় ওই ঘটনায় অভিযুক্ত যুবক সন্দীপ সামন্তকে অবশ্য পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। সন্দীপের বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশবপুর ভবতারণ বাণীমন্দির উচ্চবিদ্যালয় থেকে সাইকেলে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। তাঁর বাড়ি অমৃতবেড়িয়ার মাগড়ি গ্রামে। ফেরার পথে অমৃতবেড়িয়ায় পথ আটকায় সন্দীপ ও তাঁর তিন সঙ্গী। সন্দীপ ওই ছাত্রীকে বিয়ে করবে বলে ছুরি দেখিয়ে জোর করে তুলে নিয়ে যেতে চায় বলে অভিযোগ। কিন্তু ছাত্রীটির চিৎকারে গ্রামের লোকেরা চলে এলে পালিয়ে যায় তাঁরা। পরে বাকিদের না পেলেও সন্দীপকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা।
|
সেচের দাবিতে ফের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
|
পটাশপুরের খাড়ে অবরোধ চাষিদের। |
ধান জমিতে জলসেচের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। ফলে নষ্ট হচ্ছে চাষ। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এগরা-বাজকুল রোডের পটাশপুর থানা এলাকার দক্ষিণখাড় বাসস্ট্যান্ডে চাষিরা ফের পথ অবরোধ করলেন। সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত এগরা থানা এলাকার তাজপুর বাসস্ট্যান্ডে অবরোধ করা হয় এগরা-কাঁথি রোড। স্থানীয় ত্রিস্তর পঞ্চায়েত নেতারা অবরোধ তুলে দেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করলেও চাষিরা অবরোধ কর্মসূচি থেকে সরে আসেননি। ফলে বন্ধ হয়ে যায় দুই মেদিনীপুর, ওড়িশা ও কলকাতা যাওয়ার বিভিন্ন রুটের যানবাহন। চাষিদের দাবি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সুনির্দিষ্ট সুরাহা না হওয়া পর্যন্ত তাঁরা অবরোধ চালিয়ে যাবেন। এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরী ও এগরা ২ ব্লকের বিডিও মৃন্ময় মণ্ডল বলেন, “প্রশাসনিক ভাবে চাষিদের আশ্বস্ত করা হয়েছে। প্রয়োজনে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ ওঠে।”
|
বন্দরে সংগঠনের স্বীকৃতি বাতিল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া বন্দরের আধিকারিকদের সংগঠন ‘অফিসার্স ফোরাম’-এর স্বীকৃতি বাতিল করলেন কর্তৃপক্ষ। বুধবার বিকেল থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ইদানীং এই সংগঠন বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজ করছে। ই-মেল মারফত বন্দরের যাবতীয় কাজের সমালোচনা করছে। তাই এই স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত। কলকাতা বন্দরের চেয়ারম্যান রাজপাল সিংহ কাহালোর বক্তব্য, “এই অফিসার্স ফোরাম উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাই স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে।” ১৯৭৭ সালে পথ চলা শুরু করেছিল বন্দর আধিকারিকদের এই সংগঠনটি। স্বীকৃতি বাতিল হয়ে যাওয়ার নির্দেশে স্বভাবতই ক্ষুব্ধ বন্দরের একাংশ আধিকারিক। অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক বন্দরের আধিকারিক রমাকান্ত বর্মনের বক্তবা, “ফোরামের নিজস্ব নিয়ম-নীতি রয়েছে। এখানে ভোট হয়। তার জন্য কারও স্বীকৃতির প্রয়োজন হয় না। এ ভাবে ৩০০ জন আধিকারিকের কথা বলার অধিকার কেড়ে নেওয়াও যায় না।”
|
মাঠে বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এক বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়াল পটাশপুর থানা এলাকার হীরাসাগর গ্রামে। মৃতা ওই থানা এলাকারই ব্রজলালপুর গ্রামের বাসিন্দা রেবতী মিদ্দা (৭৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। গ্রামের প্রান্তে মাঠে এ দিন সকালে বীভৎস অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
|
স্কুল ও রাস্তার উন্নয়নে অর্থ কমিশনের ২ কোটি |
টাকা মিলেছে |
ত্রয়োদশ অর্থ কমিশনে |
মোট বরাদ্দ |
২ কোটি ৭ লক্ষ টাকা |
শিক্ষাকেন্দ্র ও স্কুলের উন্নয়নে |
১ কোটি ৪৪ লক্ষ টাকা |
১১টি স্কুলে পানীয় জল প্রকল্পে |
২২ লক্ষ টাকা |
৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য |
১২ লক্ষ টাকা |
রাস্তার হাল ফেরাতে |
২৯ লক্ষ টাকা |
মঙ্গলবার জেলা পরিষদের অর্থ স্থায়ী সমিতির বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুরের সভাধিপতি অন্তরা ভট্টাচাযর্ বলেন, “সময়ের মধ্যে যাতে উন্নয়ন প্রকল্পের সব কাজ শেষ হয়, সে দিকে নজর রাখা হবে।” |
|
গয়না চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ঠাকুরের গয়না চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত দীপঙ্কর মাইতি এগরা থানার আলংগিরি গ্রামের বাসিন্দা। বুধবার রাতে চুরি করার সময় তাঁকে হাতে-নাতে ধরে ফেলেন বাড়ির লোকেরা। পরে পুলিশ এসে গ্রেফতার করে। থানা থেকে পঞ্চাশ মিটারের মধ্যেই এগরা শহরে হট্টনগর মন্দির রোডে এক বাড়িতে ওই ঘটনাটি ঘটে। ধৃত যুবক পাশেরই একটি মিষ্টির দোকানের কর্মী।
|
ধৃত মাওবাদী পুলিশ হাজতে |
শিলদা মামলায় অভিযুক্ত মাওবাদী স্কোয়াড সদস্য শ্যামচরণ টুডু ওরফে অভিকে ১২ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। বৃহস্পতিবার অবশ্য শিলদায় মামলার অভিযুক্ত হিসেবে শ্যামচরণকে আদালতে তোলা হয়নি। দেড় বছর আগে ঝাড়গ্রামের মাসাংডিহি গ্রামে তৃণমূল প্রভাবিত ‘জনজাগরণ মঞ্চ’-এর সভায় হামলা চালায় মাওবাদীরা। রাষ্ট্রদ্রোহের সেই মামলাতেই এ দিন আদালতে তোলা হয় শ্যামচরণকে। গত শনিবার কোয়েম্বত্তূর থেকে তাঁকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। |
|