দু’দলের চিন্তাতেই আজ সহবাগ |
গ্রীষ্মের কোটলায় প্রশ্ন একটাই। শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে বীরেন্দ্র সহবাগ কি খেলবেন?
দিনের শুরুতেই এ দিন বীরুর সম্পর্কে জিওফ্রে বয়কটের মন্তব্য প্রচারমাধ্যমে চড়িয়ে দিয়েছিল উত্তেজনার পারদ। বয়কট বলেছেন, “ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছে সহবাগ। এ বার ধীরে ধীরে ওর মুছে যাওয়ার পালা।”
নেটে কিন্তু সহবাগকে বৃহস্পতিবার বেশ মেজাজেই ব্যাট করতে দেখা গিয়েছে। ড্রেসিংরুমে ফেরার সময় আলোকচিত্রীদের দিকে ফিরে বেশ মজাদার পোজও দিতে দেখা গেল তাঁকে। কিন্তু সানরাইজার্সের বিরুদ্ধে সহবাগকে প্রথম দলে দেখা যাবে কি না তা নিয়ে সবুজ-সঙ্কেত এখনও মেলেনি দিল্লি ডেয়ারডেভিলসের তরফে।
এ দিন ডেয়ারডেভিলসের সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মর্নি মর্কেল। শুক্রবার সহবাগের মাঠে নামার সম্ভাবনা কতটা তা জানতে চাইলে তিনি বললেন, “গত সপ্তাহের চেয়ে বীরুর চোট-আঘাতজনিত সমস্যার অনেকটাই উন্নতি হয়েছে। শুক্রবার টসের আগে তাঁকে আর এক বার পরীক্ষা করে দেখা হবে। তবে খেলা না খেলার ব্যাপারটা অনেকটাই নির্ভর করছে বীরুর সিদ্ধান্তের ওপর।” তবে টিমের ভিতরের খবর সহবাগকে খেলানোর জন্য ভিতরে ভিতরে উঠেপড়ে লেগেছে ডেয়ারডেভিলস ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচে কেকেআরের কাছে কলকাতায় হার, তার পর ঘরের মাঠে মর্কেলদের হারিয়েছে রাজস্থান রয়্যালস। এর পরেই ফের হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। শুক্রবার চতুর্থ ম্যাচ থেকে জয়ের সরণিতে ফিরবে ডেয়ারডেভিলস? জবাবে মর্কেল বলছেন, “তিনটে হারেই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে না।” এ বারের পেপসি আইপিএল শুরুর দিন থেকেই সহবাগকে নিয়ে একটা গুঞ্জন পাখা মেলছিল। ব্যাপারটা এই যে অধিনায়কত্ব ইস্যুতে সহবাগের সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলস ম্যানেজমেন্টের একটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এ দিন দিল্লির দলটির ক্রিকেটার থেকে কর্তা প্রত্যেকেই বলে গেলেন এই জল্পনা ভিত্তিহীন।
উলটো দিকে, সানরাইজার্স তিনটের মধ্যে দুটো জয় পাওয়ায় বেশ চনমনে মেজাজে। এ দিন নির্ধারিত সময়ের পরে নেটে এসেছিল হায়দরাবাদের দলটি। মাঠের চারটে নেটেই তখন দিল্লির অনুশীলন চলছিল জোরকদমে। পরে অবশ্য সৌজন্য দেখিয়ে সফরকারী দলকে দুটো নেট ছেড়ে দেওয়া হয়।
সানরাইজার্স মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলছেন, “বিস্ফোরক সহবাগকে থামানোটাই চিন্তার। কারণ ও পরিস্থিতি, বোলার দেখে ব্যাট চালায় না।” |