যুবরাজ ফিরতেই জয় এল পুণের |
টানা দু’মাচ হারের পর জয়ের খাতা খুলল পুণে ওয়ারিয়র্স। বৃহস্পতিবার পেপসি আইপিএলে ঘরের মাঠে অ্যাঞ্জেলো ম্যাথেউজের দল সাত উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে।
টস জিতে এ দিন ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রাহুল দ্রাবিড়। গত ম্যাচে যাঁদের গতিতে নির্ভর করে কেকেআর-কে গুঁড়িয়ে দিয়েছিল রাজস্থান, সেই শন টেট এবং রাহুল শর্মা ছিলেন না চোটের কারণে। ছিলেন না শেন ওয়াটসনও। পরিবর্তে দলে আসেন জেমস ফকনার, হরমিত সিংহ এবং কুশল পেরিরা। উলটো দিকে পুণেও চোটের কারণে পায়নি মার্লন স্যামুয়েলস এবং মণীশ পাণ্ডেকে। তাঁদের বদলে নামেন অ্যারন ফিঞ্চ। দ্বিতীয় ম্যাচে চোটের জন্য না খেলার পর দলে ফেরেন যুবরাজ সিংহ। |
দিনের প্রথম বলেই কুশল পেরিরাকে তুলে নিয়ে রয়্যালসকে প্রথম ধাক্কাটি দেন ভুবনেশ্বর কুমার। কিন্তু অজিঙ্কা রাহানেকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক রাহুল দ্রাবিড়। ৪৮ বলে আটটি চার সহযোগে গুরুত্বপূর্ণ ৫৪ রান করেন রয়্যালস অধিনায়ক। আইপিএলে দ্রাবিড়ই হলেন প্রথম চল্লিশোর্ধ প্লেয়ার, যাঁর দুটো হাফ সেঞ্চুরি হয়ে গেল। দ্রাবিড়কে আউট করেন যুবরাজ। চার ওভারে ২৭ রানে দু’উইকেট নেন তিনি। পরে শ্রীসন্থকে ছয় মেরে জয়ের রানও আসে যুবির ব্যাট থেকে।
১৪৫ রান তাড়া করতে নেমে ফকনার- হরমিতদের কোনঠাসা করে পুণের ইনিংসে রানের গতি বাড়ান উত্থাপা এবং ফিঞ্চ। ৫৩ বলে ৬৪ রান করে ম্যাচের সেরা ওই ফিঞ্চই। শেষ আট ওভারে দরকার ছিল ৪২ রান। কিন্তু সেখান থেকে ম্যাচে ফেরা সম্ভব হয়নি দ্রাবিড়ের দলের। ২৩ বলে অপরাজিত ২৮ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন যুবরাজও।
|