টুকরো খবর |
চিহ্নিত টিআই প্যারেডে, রেলকর্মী খুনে ধৃত ৩ জন পুলিশ হাজতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেলকর্মী খুনের ঘটনায় ধৃত ৩ জনের পুলিশ হেফাজত হল। বৃহস্পতিবার মেদিনীপুর সিজেএম আদালত তাদের ১৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করে। রেলকর্মী খুনের ঘটনাটি ঘটে ৩১ মার্চ। গুলি করে খুন করা হয় আই রামজিকে। তিনি রেল ওয়ার্কশপের কর্মী ছিলেন। মথুরাকাটিতে রেলের কোয়ার্টারে থাকতেন। ওই দিন রাতে যখন বাড়ি ফিরছিলেন, তখনই দুস্কৃতিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিন দুষ্কৃতী একটি মোটর বাইকে করে এসে এই রেলকর্মীকে গুলি করে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোলও উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের সঙ্গে ওই রেলকর্মীর পরিচয় ছিল। ব্যক্তিগত শক্রুতা থেকে এই ঘটনা। শুরুতে পুলিশ কৃষ্ণা রাও নামে একজনকে গ্রেফতার করে। পরে এন ঊষা কুমার ও বিশ্বজিৎ দাস নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ধৃতদের টিআই প্যারেডও হয়েছে। টিআই প্যারেডে ৩ জন চিহ্নিতও হয়। এরপরই বৃহস্পতিবার ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। ৫ দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছিল। আদালত অবশ্য ১৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে।
পুরনো খবর: গুলিতে খুন রেলকর্মী, উদ্বেগ খড়্গপুরে
|
ডেবরায় মারধরে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের বিরুদ্ধে ডেবরার সিপিএম নেতা তুলসী মাহাতোর বাড়িতে হামলার অভিযোগ উঠল। তিনি ডেবরা জোনাল কমিটির অর্ন্তগত আকালপৌষ লোকাল কমিটির সম্পাদক। সিপিএমের জোনাল কমিটির সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডলের অভিযোগ, “বৃহস্পতিবার তৃণমূলের এক দল কর্মী-সমর্থক তাঁর বাড়িতে হামলা করে। ভাঙচুর, লুঠপাঠও করা হয়।” এ ছাড়াও সিপিএমের তরফে দাবি গোপীনাথপুর শাখা কমিটির অফিসেও আগুন ধরিয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি রতন দে-এর বক্তব্য, “হামলা ও আগুন লাগানোর কথা শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।”
|
এ বার মাদপুরে বিদ্যুৎ বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লোডশেডিং ও লো-ভোল্টেজের প্রতিবাদে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুর সাব-স্টেশনে বিক্ষোভ দেখালেন খাটরাঙা সহ আশপাশের ৫- ৬টি গ্রামের কৃষকেরা। বেশ কিছুক্ষন বিক্ষোভ কর্মসূচী চলে। পাশাপাশি, খড়্গপুর- ২ নম্বর ব্লকের বিডিও সোমা দাসের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। কৃষকদের অভিযোগ, ক’সপ্তাহ ধরে লোডশেডিং ও লো- ভোল্টেজ চলছে। এরফলে জমিতে সেচের জল পৌঁছনো সম্ভব হচ্ছে না। চাষ মার খাচ্ছে। সমস্যা খতিয়ে দেখে দ্রুত উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
|
প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দিল্লির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের স্টেশন রোডের কাছে এক সভা করে যুব তৃণমূল। ছিলেন সংগঠনের শহর সভাপতি স্নেহাশিষ ভৌমিক, উত্তম রায় প্রমুখ। যুব তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পরিকল্পনামাফিক দিল্লির ঘটনা ঘটিয়েছে সিপিএম। উন্নয়ন স্তব্ধ করে দিতেই সিপিএমের এই ষড়যন্ত্র।
|
|