|
|
|
|
গুলিতে খুন রেলকর্মী, উদ্বেগ খড়্গপুরে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
এক রেল কর্মীকে গুলি করে খুন করার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রেলশহর খড়্গপুরে। রবিবার রাতে মথুরাকাটিতে নিহত আই রামজি (২৯) নামে ওই যুবক রেল ওয়ার্কশপের কর্মী ছিলেন। মথুরাকাটিতে রেলের কোয়ার্টারে একাই থাকতেন এই অবিবাবিত যুবক। রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। স্থানীয়রা
|
উদ্ধার হওয়া
গুলির খোল। |
উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা জানান তাঁর মৃত্যু হয়েছে। তবে কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত রেষারেষির জেরেই এই ঘটনা। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “দুষ্কৃতীরা মোটর বাইকে ছিল। তারা কারা, কেনই বা ওই রেলকর্মীকে খুন করা হল, তদন্তে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।” একটা সময় রেলশহর হয়ে উঠেছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। বাসব রামবাবুর মতো রেল-মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে দাপিয়ে বেড়াত। দিনেদুপুরে সমাজবিরোধীদের উপদ্রব চলত। এখন সেই পরিস্থিতি নেই। তবে শহরের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে। গত এক বছরে কয়েকটি অন্য গুলি চালনার ঘটনাও ঘটেছে। গত বছরের জানুয়ারিতে ডাকাতদের গুলিতে খরিদায় সঞ্জয় সাহু নামে এক যুবক খুন হন। গত বছর জুলাইয়ে খরিদাতেই গুলিতে খুন হন ব্যবসায়ী রাধেশ্যাম গুপ্ত। তারপর মথুরাকাটিতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হন। সেই মথুরাকাটিতেই আবার চলল গুলি।
|
|
মথুরাকাটির ঘটনাস্থল। |
রবিবার রাতে নিজের টু-হুইলারে বাড়ি ফিরছিলেন আই রামজি। রাত সাড়ে ১১টা নাগাদ রেল কোয়ার্টারের কিছুটা দূরেই তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। একটি মোটর বাইকে এসেছিল মোট তিন জন। সোমবার সকালে ঘটনাস্থল থেকে কার্তুজের খোলও মিলেছে। ঘটনার সময় ৩- ৪ রাউন্ড গুলি চলেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তবে তদন্তে নেমে এখনও নির্দিষ্ট কোনও সূত্রে পৌঁছতে পারেনি তারা। রাজনৈতিক গোলমাল বা রেল মাফিয়াদের দুষ্টচক্রের সঙ্গে নিহত যুবকের যোগসূত্র ছিল না বলেই প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা। ফলে, ব্যক্তিগত শত্রুতার জন্যই এই খুন বলে সন্দেহ পুলিশের।
তবে ফের গুলি চালনার ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। তাঁদের মতে, পুলিশি নজরদারির ফাঁক গলে রেলশহরে ফের দুষ্টচক্র সক্রিয় হচ্ছে। পুলিশ-প্রশাসন দ্রুত সক্রিয় না হলে দুষ্কৃতীদের দাপট আরও বাড়বে। পুলিশের অবশ্য বক্তব্য, উদ্বেগের কিছু নেই। শহরের নিরাপত্তার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
|
|
|
|
|