টুকরো খবর |
বৈঠক তৃণমূল কাউন্সিলরদের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বাম পরিচালিত হলদিয়া পুরসভার খসড়া বাজেটে বরাদ্দ সংযোজনের জন্য সাত দিনের মাথায় দাবিপত্র জমা করেছিলেন বিরোধী তৃণমূলের কাউন্সিলররা। কিন্তু ১০ দিন কেটে গেলেও এই নিয়ে কোনও আলোচনা না হওয়ায় নিজেদের মধ্যে বৈঠক করলেন বিরোধী কাউন্সিলররা। সোমবার বিকেলে হলদিয়ার দুর্গাচকে সাংসদ কার্যালয়ে এই বৈঠকে বসেন তৃণমূলের ১১ জন কাউন্সিলর। পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল বলেন, “পুরপ্রধান আসছেন না পুরভবনে। বাজেট পাশ এখনও হয়নি। আগের দেনার কথা বাজেটে উল্লেখ নেই। আমাদের সঙ্গে আলোচনা করেই বাজেট পাশ করাতে হবে পুর -কর্তৃপক্ষকে।” তাঁদের অভিযোগ, বাজেট সংশোধনের কী হল জানতে এ দিন প্রথমে পুরসভাতেই গিয়েছিলেন তাঁরা। সেখানে পুরপ্রধানের দেখা পাননি। বস্তুত দুপুর তিনটের সময় বিরোধীরা পুরভবন থেকে বেরিয়ে যাওয়ার পরই পুরভবনে পৌঁছন পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। তিনি বলেন, “ওঁদের সংযোজিত প্রস্তাব গৃহীত হয়েছে। যদি আলোচনার কথা বলে আলোচনা হবে। তবে এক মাসে দু’টি মিটিং হয় না।” আজ, মঙ্গলবার পুরসভার তরফে বরাদ্দ সংযোজনের বিষয়ে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে খবর।
|
আহত ঠিকা শ্রমিক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম রেল স্টেশনের আবাসন নির্মাণের কাজের সময় ঢালাইয়ের কাঠামো ভেঙে পড়ে জখম হলেন এক ঠিকা শ্রমিক। সোমবার সকালে এই ঘটনার পর আহত শ্রমিক সুরজ রানাকে তমলুকে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম স্টেশনের পাশে কর্মী আবাসন নির্মাণের কাজ চলছে। এরকমই একটি আবাসনে সোমবার সকালে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন কিছু শ্রমিক। সদ্য ঢালাই হওয়া ‘সানসেটে’ উঠে কাজ করার সময় সেটি ভেঙে পড়ে আহত হন সুরজ রানা। তাঁর বাড়ি স্থানীয় বটতলা গ্রামে। তাঁকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তমলুকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনার পর ওই কাজে নিযুক্ত শ্রমিকরা ক্ষতিপূরণের দাবি তুলে কিছু সময় বিক্ষোভ দেখান। পরে ঠিকাদার সংস্থা ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
আত্মহত্যার প্ররোচনা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে খেজুরি থানার শেরখানচক গ্রামে। ধৃত ভূপেন মান্নাকে রবিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে শেরখানচক গ্রামের বধূ সুমিত্রা মান্নাকে (২৮ ) গুরুতর অসুস্থ অবস্থায় কামারদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন তাঁর পরিবারের লোকেরা। রাতে সেখানেই মারা যান সুমিত্রাদেবী। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমিত্রাদেবীর ভূপেন মান্নাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ভূপেনবাবু ও সাবিত্রীদেবীর মধ্যে অশান্তি চলছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিষ খেয়েই আত্মহত্যা করেছেন সাবিত্রীদেবী।
|
পুকুরে বধূর দেহ
নিজস্ব সংবাদদাতা, ঘাটাল |
পুকুর থেকে উদ্ধার করা হল এক বধূর দেহ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার রামজীবনপুরে। পুলিশ জানিয়েছে, মৃত মধুমিতা দত্ত (২৬ ) চন্দ্রকোনা থানার রামজীবনপুর পুরসভার মাধবপুরের বাসিন্দা। তিনি রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে সাংসারিক কাজে বাড়ির কাছের একটি পুকুরে গিয়েছিলেন মধুমিতাদেবী। কিন্তু অনেকক্ষণ পরেও তিনি না ফেরায় জানানো হয় পুলিশে। সোমবার সকালে পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের অনুমান, অসাবধানতাবশত পা হড়কে পুকুরে পড়ে তলিয়ে গিয়েছেন মধুমিতাদেবী।
|
পদত্যাগ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
চন্দ্রকোনা পুরসভার দায়িত্বপ্রাপ্ত জল ও বিদ্যুত্ দফতরের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন গোবিন্দ দাস। গত ২০১১ সালের ১ জুলাই থেকে চন্দ্রকোনা পুরসভার নির্দল (বেকার সমিতি ) কাউন্সিলার গোবিন্দ বাবু ওই পদের দায়িত্বে ছিলেন। সোমবার তিনি পদত্যাগ করে বলেন, “আমাকে দীর্ঘদিন ধরে না জানিয়েই বর্তমান বোর্ড, জল ও বিদ্যুত্ দফতরের সমস্ত কাজকর্ম করছিল। পদে থেকেও কাজ করতে না দেওয়া এবং যোগ্য সম্মান না পাওয়ায় আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” এ দিকে তৃণমূল পরিচালিত ওই পুরসভার ভাইস চেয়ারম্যান রঞ্জিত ভাণ্ডারি বলেন, “ঘটনাটি শুনেছি। কিন্তু কেন পদত্যাগ করলেন তা বুঝতে পারলাম না।”
|
বন্দুক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পুকুর থেকে একটি দো -নলা বন্ধুক উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে চন্দ্রকোনা থানার মদনচক গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ওই গ্রামের ঘোষ পুকুরে মাছ ধরার জন্য জাল দেওয়া হচ্ছিল। তখনই জালে আটকে যায় ওই বন্ধুকটি। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বন্দুক উদ্ধার ঘটনার কথা জানতে পেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
|
সমাপ্তি অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রামপুর দেশপ্রেমিক সঙ্ঘের পরিচালনায় তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল শনিবার। বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত। শনিবার উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও ইন্দ্রজিত্ বসু, মহিলা থানার ওসি রানুমিতা রায় ও জামুয়া রামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ তেওয়ারি। |
|