গাড়ি বাতিল, বিক্ষোভ চালকদের
বছরের বেশি পুরনো গাড়ি চালানো যাবে নাএই সিদ্ধান্তের জেরে কোলাঘাট তাপবিদ্যুত্কেন্দ্রের প্রায় ১২টি যাত্রীবাহী ছোট গাড়ি বাতিল হতে চলেছে। প্রতিবাদে সোমবার সকাল থেকে তাপবিদ্যুত্কেন্দ্রের গেটের সামনে অবস্থান -বিক্ষোভে সামিল হলেন গাড়ি চালকরা। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের পরিবহণ শাখার পক্ষ থেকে এই আন্দোলনের জেরে দিন তাপবিদ্যুত্কেন্দ্রের আধিকারিকদের বাসে চড়ে দফতরে আসতে হয়।
গাড়ি চালকদের অভিযোগ, সরকারি ভাবে পরিবহণ দফতর ১৫ বছর পর্যন্ত পুরনো গাড়ি চালানোর অনুমোদন করলেও তাপবিদ্যুত্কেন্দ্র কর্তৃপক্ষ ছ’বছরের বেশি পুরনো গাড়ি রাখতে চাইছেন না।
তাপবিদ্যুত্কেন্দ্রের সামনে চুক্তিপত্র নবীকরণ না হওয়া গাড়ির সারি।—নিজস্ব চিত্র।
এর ফলে কোলাঘাট তাপবিদ্যুত্কেন্দ্রের আধিকারিকদের জন্য চুক্তির ভিত্তিতে নেওয়া ২২টি গাড়ির মধ্যে ১২টি গাড়ি বাতিল হতে বসেছে। এই সব গাড়ির চুক্তি পুনর্নবীকরণ করা হয়নি। সোমবার থেকে ওই গাড়িগুলো বসে গিয়েছে। দিন ওই গাড়িগুলির চুক্তি পুনর্নবীকরণের দাবি জানান আন্দোলনকারীরা। এই দাবি সমর্থন করে তৃণমূল প্রভাবিত কেটিপিপি ন্যাশনালিস্ট ঠিকা মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সেলিম বলেন, “অনেকেই ব্যাঙ্কঋণ নিয়ে গাড়ি কিনেছিলেন। এখন তাঁরা বিপাকে পড়বেন। আমরা চাই তাপবিদ্যুত্কেন্দ্র কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক।” তাপবিদ্যু কেন্দ্রের জেনারেল ম্যানেজার পুলক রায় অবশ্য বলেন, “গাড়ি সংক্রান্ত এই সিদ্ধান্ত আমাদের উচ্চ কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ বিদ্যুত্উন্নয়ন নিগমের। সমস্ত তাপবিদ্যুত্কেন্দ্রে তা প্রযোজ্য হয়েছে। গাড়ি চালকদের বক্তব্য আমরা উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছি।’’


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.