|
|
|
|
বন্দির কাছে মিলল মাদক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আদালত ফেরত এক বন্দির কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। মৃণাল দেব নামে ওই বিচারাধীন বন্দির বুধবার মেদিনীপুর আদালতে হাজিরা ছিল। আরও কয়েকজনের সঙ্গে প্রিজন ভ্যানে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। বিকেলে সংশোধনাগারে ফেরার সময় যখন তল্লাশি চলে, তখনই তাঁর কাছে মেলে মাদক। বিড়ির প্যাকেটে ওই মাদক ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেদিনীপুর কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশী। এ নিয়ে পুলিশ একটি মামলাও রুজু করেছে।
গত মাসের শেষ সপ্তাহে পরপর দু’দিন এমন ঘটনা ঘটেছিল। এক রাতে জেলের মধ্যে তল্লাশির সময় ৫ প্যাকেট মাদকদ্রব্য উদ্ধার হয়। পরের দুপুরে মাদক দ্রব্য পাচারের সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন জেলকর্মী। সাজাপ্রাপ্ত বন্দির সঙ্গে দেখা করতে আসা ওই ব্যক্তির কাছে থাকা বিস্কুটের প্যাকেটে ৪১ প্যাকেট মাদক দ্রব্য ছিল। এ বার উদ্ধার হয়েছে ১৮ প্যাকেট মাদক।
মৃণাল নামে ওই বন্দির বাড়ি মেদিনীপুর শহরেই। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তিনি জেল হেফাজতে আছেন। গোটা ঘটনার তদন্ত দাবি করেছে তৃণমূল প্রভাবিত ‘বঙ্গীয় কারারক্ষী সমিতি’। সমিতির নেতা কার্তিক সাহুর কথায়, “পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি। একাংশ পুলিশকর্মীর মদত বা গাফিলতি না থাকলে এ ভাবে কোনও বন্দির কাছে মাদকদ্রব্য পৌঁছতে পারে না।” পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি লিখিত ভাবেই আদালতের কাছে জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। |
|
|
|
|
|