|
|
|
|
শাবলের ঘায়ে গৃহবধূ খুন, শ্বশুর শাশুড়ি-সহ ধৃত ছয় |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মাথায় শাবল মেরে গৃহবধূকে খুন করার অভিযোগে শ্বশুরবাড়ির ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। নিহত গৃহবধূর নাম বাসমতী দাস সাহু (৩৮)। তাঁর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রেলশহর খড়্গপুরের খরিদার নালিপাড়ায়। বৃহস্পতিবার শ্বশুর-শ্বাশুড়ি-সহ ধৃত ৬ জনকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হলে সকলের জেল হাজতের নির্দেশ হয়। ধৃতদের ফের ২৫ এপ্রিল আদালতে হাজির করানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়ির লোকেরা প্রায়ই ওই গৃহবধূর উপর অত্যাচার করতেন। বুধবার দুপুরেও জল তোলা নিয়ে বাসমতীদেবীর সঙ্গে বচসা হয় তাঁর শ্বশুর বালা দাস সাহুর। দু’জনের মধ্যে কথা কাটাকাটি চলে। সেই সময় একটি শাবল দিয়ে বাসমতীদেবীর মাথায় মারে শ্বশুর।
গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বাসমতীদেবীকে শুরুতে খড়্গপুর মহকুমা হাসপাতাল, পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করনো হয়। মেদিনীপুরেই তাঁর মৃত্যু হয়। এরপর রাতে খড়্গপুর টাউন থানায় নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান গৃহবধূর স্বামী অরুণ দাস সাহু। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। ৩০২ ধারায় মামলা রুজু হয়। অভিযোগের প্রেক্ষিতে শ্বশুর-শাশুড়ি, দুই দেওর ও দুই জা’কে গ্রেফতার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করনো হলে তাঁদের জেল হেফাজতের নির্দেশ হয়। খড়্গপুর টাউন থানার আইসি অরুণাভ দাস বলেন, “ওই গৃহবধূর স্বামীই অভিযোগ করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” |
|
|
|
|
|