|
|
|
|
শ্লীলতাহানির অভিযোগ ১০ নৌসেনার বিরুদ্ধে |
নিজস্ব সংবাদদাতা • কোচি |
স্বামীর সহকর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনল ভারতীয় নৌসেনার উচ্চপদস্থ এক অফিসারের স্ত্রী। ওই মহিলার দাবি, কর্মক্ষেত্রে অগ্রগতি সুনিশ্চিত করতেই তাঁর স্বামী তাঁকে ‘বিক্রি’ করতে চেয়েছিল। টেবিলের সঙ্গে হাত, পা বেঁধে রেখে তাঁর ঘরে ঢুকিয়ে দিয়েছিল ১০ সহকর্মীকে। চিৎকার চেঁচামেচিতেও লাভ হয়নি কিছুই। স্বামীর উপস্থিতিতেই শ্লীলতাহানির শিকার হতে হয় তাঁকে। পরনের জামা-কাপড় ছিঁড়ে দেওয়া হয় তাঁর। কেটে দেওয়া হয় চুলও।
এ দিন ওই মহিলার বয়ানের ভিত্তিতেই কোচি থানায় অভিযুক্ত ১০ নৌসেনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। মহিলা জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্তকরণে পুলিশের সহায়তা করতে প্রস্তুত তিনি।
ভারতীয় নৌসেনার তরফে অবশ্য কর্মীদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। এর আগে এক, দু’বার কাউন্সেলিংয়েও পাঠানো হয়েছে তাঁকে। ওই মহিলার বৈবাহিক জীবন সুখের ছিল না। স্বামীর সঙ্গে কোনও ব্যক্তিগত বিবাদের জেরেই এই ছক কষেছেন তিনি, দাবি দক্ষিণ নৌ-সেনা কমান্ডের। পাল্টা জবাবে নিগৃহীতা ওই মহিলা বলেন, “আমি কোনও দিনই কোনও কাউন্সেলিংয়ে যাইনি। অভিযুক্তদের বাঁচানোর জন্যই এ হেন মন্তব্য করা হচ্ছে।”
তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য চাপ আসতে শুরু করেছে তাঁর উপরে। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে স্বামীর সহকর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই কেরল হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে রেখেছে নিগৃহীতার স্বামী। |
|
|
|
|
|