|
|
|
|
সিধুর অভিযোগে অস্বস্তিতে রাজনাথ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দলে অবহেলার অভিযোগ তুলে রাজনাথ সিংহের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু।
সিধু অবশ্য নিজে এ কথা বলেননি। বলেছেন তাঁর বিধায়ক স্ত্রী নভজ্যোত কৌর সিধু। ফেসবুকে সিধুর অসন্তোষের কথা তো তিনি জানিয়েছেন। ঘনিষ্ঠ মহলে এমনও ইঙ্গিত দিয়েছেন, এ বারে রাজনীতি থেকেও সন্ন্যাস নিতে পারেন তাঁর স্বামী। বিজেপির টিকিটে পঞ্জাবের অমৃতসর কেন্দ্র থেকে সাংসদ হলেও পরের নির্বাচনে আর না লড়ার কথাও ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছে সিধু পরিবার।
কিন্তু সিধুর এই গুস্সার কারণ কী? বিজেপি সূত্রের মতে, রাজনাথ সিংহ সম্প্রতি তাঁর যে টিম ঘোষণা করেছেন, তাতে বাদ পড়েছেন সিধু। তার উপর পঞ্জাবে সিধুর বিরোধীদের দলে গুরুত্ব দেওয়া হয়েছে। সিধুর স্ত্রীর অভিযোগ, সিধুকে অবহেলা করেছে দল। পঞ্জাবে নেতা নির্বাচনের বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। তাই সিধুর ‘শ্বাসরোধ’ হয়ে আসছে। টেলিভিশনে বেশি সময় কাটাতে গিয়ে সিধু রাজনীতিকে অবহেলা করেছেন বলে সম্প্রতি অভিযোগ উঠেছিল দলের মধ্যেই। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নভজ্যোত কৌর। তাঁর দাবি, নিজের কেন্দ্রের কাজ করতে গিয়ে পরিবারকে সময় দিতে পারেন না সিধু। কিন্তু, রাজনীতিতে কোণঠাসা হওয়ার ফলেই তিনি আজকাল ফের টেলিভিশনকে বেশি সময় দিচ্ছেন। কারণ, টেলিভিশনে অন্তত তাঁর সততাকে বেশি মূল্য দেওয়া হয়।
বিজেপি নেতারা সিধুর মানভঞ্জনের জন্য ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। দলের এক নেতার কথায়, সংগঠনে রাজনাথ সিংহ তাঁকে জায়গা দেননি ঠিকই। কারণ, ভোটের বছরে সাংগঠনিক ক্ষমতা রয়েছে এমন ব্যক্তিদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। সিধু ক্রিকেট ও মনোরঞ্জনের দুনিয়াতেই বেশি ব্যস্ত। গুজরাতে বিধানসভা নির্বাচনের সময়ও সিধু ‘বিগ বস’-এ মেতে ছিলেন। প্রাক্তন সভাপতি নিতিন গডকড়ী তাঁর স্ত্রীকে ফোন করে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসতে বলেন। কিন্তু গুজরাতে প্রচার করতে গিয়েও অসংলগ্ন কথা বলে নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়েছিলেন। তবু তারকা প্রচারক হিসাবে সিধুর এখনও উপযোগিতা রয়েছে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট ও লোকসভা নির্বাচনে সিধুকে এ কাজে ব্যবহারও করা হবে। |
|
|
|
|
|