সূর্য সেন স্ট্রিটে একটি স্কুলের পরিচালন সমিতি আইনবিরুদ্ধ ভাবে ভেঙে দেওয়ার দায়ে মধ্যশিক্ষা পর্ষদের জরিমানা করল কলকাতা হাইকোর্ট। পর্ষদ যে-ভাবে ওই স্কুলে প্রশাসক নিয়োগ করেছে, তা-ও বেআইনি বলে মত প্রকাশ করেছে আদালত। বৃহস্পতিবার ওই প্রশাসকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি খারিজ করার নির্দেশ দেন বিচারপতি দেবাশিস করগুপ্ত। সেই সঙ্গে তৎকালীন পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা এক্তিয়ারের বাইরে গিয়ে এ বিষয়ে পর্ষদের কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন বলেও ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ আদালত।
গত ২২ মার্চ এম এল জুবিলি ইনস্টিটিউশনের পরিচালন সমিতি ভেঙে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। সূর্য সেন স্ট্রিট এলাকার এক তৃণমূল নেতা ও উর্দু অ্যাকাডেমির চেয়ারম্যানকে ওই স্কুলে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে পরিচালন সমিতির তরফে হাইকোর্টে মামলা দায়ের করা হয়।
আবেদনকারীর আইনজীবী শক্তিপদ জানা এ দিন বলেন, স্কুলের কিছু সমস্যা নিয়ে পরিচালন সমিতির বৈঠকে সমাধানসূত্র খোঁজার চেষ্টা চলছিল। কিন্তু স্থানীয় কাউন্সিলর এবং তৃণমূল নেতৃত্ব ওই বিষয়ে রাজ্যের এক মন্ত্রীর দ্বারস্থ হন। ওই মন্ত্রীর বাড়িতে বৈঠক হয়। তার পরেই মধ্যশিক্ষা পর্ষদ পরিচালন সমিতি ভেঙে দেওয়ার কথা জানায়। পর্ষদ জানায়, তদানীন্তন পুলিশ কমিশনার রঞ্জিত পচনন্দার রিপোর্টের ভিত্তিতে পরিচালন সমিতি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরেই স্কুলে প্রশাসক নিয়োগ করে পর্ষদ।
পুলিশ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে একটি স্কুলের নির্বাচিত পরিচালন সমিতি ভেঙে দেওয়ার কথা জেনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, “এ-রকম রিপোর্ট দেওয়ার অধিকার পুলিশ কমিশনারের নেই। তিনি এক্তিয়ার-বহির্ভূত কাজ করেছেন। রাজ্যের স্কুলশিক্ষা দফতরের অধিকর্তা ছাড়া অন্য কারও কোনও স্কুলের পরিচালন সমিতি ভাঙার অধিকার নেই। আইন মধ্যশিক্ষা পর্ষদকেও এমন ক্ষমতা দেয়নি। এই পরিপ্রেক্ষিতে পর্ষদের দু’হাজার টাকা জরিমানা করে হাইকোর্ট। |