মারামারি শিক্ষিকাদের
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
স্কুলের মধ্যেই দুই শিক্ষিকা মারামারিতে জড়িয়ে পড়ার ঘটনায় খাগড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ হয়েছে। মঙ্গলবার দুপুরে বহরমপুর শ্রীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ঘটনায় পরের দিন স্কুলে যায় পুলিশ। ওই দুজন শিক্ষিকাই অবশ্য স্কুলে ছিলেন না। তদন্তকারী অফিসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা-সহ কয়েক জন শিক্ষিকার সঙ্গে কথা বলেন।
মিড-ডে মিলের ডিম খাওয়া নিয়ে মঙ্গলবার দুপুরে ঘটনার সূত্রপাত। স্কুল সূত্রের খবর, ৯০ জনের জন্য মিড-ডে মিলে ডিম রান্না হয়েছিল। কিছু ডিম বাড়তি হয়। কয়েক জন শিক্ষিকা তা খাওয়ায় আপত্তি জানান গ্লোরিয়া সরকার নামে এক শিক্ষিকা। এতেই চটে গিয়ে দীপান্বিতা রায় নামে এক শিক্ষিকা গ্লোরিয়াদেবীকে মারধর করেন বলে অভিযোগ। বিষয়টি তখনকার মতো মিটেও যায়। কিন্তু পরে দীপান্বিতাদেবী খাগড়া পুলিশ ফাঁড়িতে গ্লোরিয়াদেবীর বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, গ্লোরিয়াদেবীই তাঁকে মেরেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিতা কয়াল বলেন, “বিষয়টি জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনা করে বিষয়টি মেটানো হবে।” জেলা বিদ্যালয় পরিদর্শক বিমল পাণ্ডে বলেন, “বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” |
আইনজীবীদের হাতাহাতি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দিল্লিতে মন্ত্রী নিগ্রহের ঘটনার প্রতিবাদে বুধবার কর্মবিরতিকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ল কান্দি মহকুমা আদালতের তৃণমূল ও সিপিএম সমর্থিত আইনজীবীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা কর্মবিরতির ডাক দিলে তার বিরোধিতা করে বাম সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী সংঘ। সংগঠনের সম্পাদক মহারাজ মিশ্র বলেন, “দিল্লির ঘটনা নিন্দনীয়। তবে সেজন্য আদালত অচল করার সিদ্ধান্তের বিরোধিতা করায় আমাদের মারধর করে।” মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের আইনজীবী সেলের নেতা চন্দন দাস বলেন, “অভিযোগ ঠিক নয়। জয়েন্ট বার রেজুলেশন করে কর্মবিরতি পালন করা হচ্ছে।” |
গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
গলায় ফাঁস লাগিয়ে এক মহিলাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হল স্বামী সুমজান শেখ সহ আরও তিনজনকে। মৃতার নাম নাম মনিফা বিবি (৩০)। মঙ্গলবার রাতের বেলডাঙার সরতলিয়া কলোনীর ওই ঘটনায় মৃতার বাবা খুশেদ শেখের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনিফার উপর অতাচার চালাত স্বামী সহ তার শ্বশুর বাড়ির লোকজন। মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। |
কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
রাজনৈতিক হিংসার প্রতিবাদে বুধবার থেকে জঙ্গিপুর আদালতের আইনজীবীদের পাঁচ দিনের কর্মবিরতিতে বিপাকে বিচারপ্রার্থীরা। জঙ্গিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিবুল হুদা বলেন, “আমরা এই হিংসা-পাল্টা হিংসা রাজনীতির বিরোধীতায় কর্মবিরতি করছি।” সিপিএমের আইনজীবী সংগঠনের সম্পাদক সুবীর রায় বলেন, “টানা কর্মবিরতিতে দুর্ভোগে পড়বেন বিচারপ্রার্থীরা।” |
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক গাছে ধাক্কা মারার ঘটনায় জখম হলেন তিন যুবক। বুধবার বড়ঞা-বেলগ্রাম রাজ্য সড়কের ঘটনাটি ঘটে। আহতদের নাম নিশানি কৈবর্ত, ছোটন কৈবর্ত ও বাপ্পাদিত্য ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় নিশান ও ছোটনকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ও পরে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়। |
জীবন্তি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হলেন ডালিম শেখ নামে এক যুবক। তাঁর বাড়ি কান্দির উদয়চাঁদপুরে। ঘটনার খানিক পরে ওই যুবকের বাড়িতেও বোমা পড়ে। জখম হন ৪ জন। সকলেই বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। |