ম্যাচের পর জাতীয় দলের প্রাক্তন সতীর্থকে নিয়ে ব্রেট লি-র টুইট, “অস্ট্রেলিয়ার হয়ে এখনও স্বচ্ছন্দে নেমে পড়তে পারে হাসি। আগুনে ফর্মে রয়েছে।” ৫৪ বলে ৮৬ রানের ইনিংসে মাইক হাসি একাই মোহালির মাঠে পুঁতে দিলেন প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবকে। মুরলী বিজয় (৫০ ন.আ.) আর হাসির ওপেনিং জুটি ১৩৯ তুলে ১০ উইকেটে জেতাল চেন্নাই সুপার কিংসকে। শন মার্শের চোট, কোনও তারকা ভারতীয় ব্যাটসম্যানের না থাকায় ৩৫ বছরের ডেভিড হাসি আর ‘বুড়ো’ অ্যাডাম গিলক্রিস্ট দিয়ে আর যাই হোক প্রতি ম্যাচে জেতা যাবে না সেটা ধোনিরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন। ব্যাটিংয়ের এই বিশাল ফাঁক মেটানোর সুযোগ নিতে কোনও দলই ছাড়ে না, চেন্নাইও ছাড়েনি। ম্যাচটাকে একপেশে করে ছেড়েছেন ধোনিরা। পঞ্জাবের কোনও ব্যাটসম্যানই ৫০ পেরতে পারেননি। মাইকের ভাই ডেভিড হাসির ৪১ সর্বোচ্চ। ডোয়েন ব্রাভো (৩-২৭), ক্রিস মরিস (২-২৭) আর ডার্ক ন্যানেস (২-১৭) ১৩৮ রানে থামিয়ে দিয়েছিলেন পঞ্জাবকে।
|
২০ তম জাতীয় ভেটারেন্স টেবিল টেনিস চাম্পিয়নশিরে অংশ নিতে শ্রীনগর যাচ্ছেন শিলিগুড়ির ১১ জন খেলোয়াড়। আগামী ১৬ থেকে ২০ এপ্রিল শ্রীনগরের শের-ই কাশ্মীর স্পোর্টস কমপ্লেক্সে ওই টুর্নামেন্ট হবে। নর্থ বেঙ্গল ভেটারেন্স টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের দলটি শিলিগুড়ি থেকে রওনা হবে ১৩ এপ্রিল বলে সংগঠনের সম্পাদক বিজন চক্রবর্তী জানান। তিনি জানান, দলে বিমল পাল, শুভময় চট্টোপাধ্যায়, প্রশান্ত সেন, বিমান কর্মকার, সুরজিত্ সেন, ভাস্কর চন্দ, শ্রীলা পাল, সৌমিত্র ঘোষ, সুদীপ গঙ্গোপাধ্যায়, শুভময় ঘোষ ও শান্তনু দাস আছেন। সকলে ৪০, ৫০, ৬০ ও ৬৫ বছর উর্ধ্ব বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে। গত বছর গ্যাংটকে জাতীয় প্রতিযোগিতায় শিলিগুড়ির দলটি প্রতিটি বিভাগে প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।
|