টুকরো খবর
প্রীতিদের হাসি কেড়ে নিলেন মাইক
ধোনির জয়ের সাক্ষী। ছবি: পিটিআই
ম্যাচের পর জাতীয় দলের প্রাক্তন সতীর্থকে নিয়ে ব্রেট লি-র টুইট, “অস্ট্রেলিয়ার হয়ে এখনও স্বচ্ছন্দে নেমে পড়তে পারে হাসি। আগুনে ফর্মে রয়েছে।” ৫৪ বলে ৮৬ রানের ইনিংসে মাইক হাসি একাই মোহালির মাঠে পুঁতে দিলেন প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবকে। মুরলী বিজয় (৫০ ন.আ.) আর হাসির ওপেনিং জুটি ১৩৯ তুলে ১০ উইকেটে জেতাল চেন্নাই সুপার কিংসকে। শন মার্শের চোট, কোনও তারকা ভারতীয় ব্যাটসম্যানের না থাকায় ৩৫ বছরের ডেভিড হাসি আর ‘বুড়ো’ অ্যাডাম গিলক্রিস্ট দিয়ে আর যাই হোক প্রতি ম্যাচে জেতা যাবে না সেটা ধোনিরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন। ব্যাটিংয়ের এই বিশাল ফাঁক মেটানোর সুযোগ নিতে কোনও দলই ছাড়ে না, চেন্নাইও ছাড়েনি। ম্যাচটাকে একপেশে করে ছেড়েছেন ধোনিরা। পঞ্জাবের কোনও ব্যাটসম্যানই ৫০ পেরতে পারেননি। মাইকের ভাই ডেভিড হাসির ৪১ সর্বোচ্চ। ডোয়েন ব্রাভো (৩-২৭), ক্রিস মরিস (২-২৭) আর ডার্ক ন্যানেস (২-১৭) ১৩৮ রানে থামিয়ে দিয়েছিলেন পঞ্জাবকে।



ভেটারেন্স টিটিটে শিলিগুড়ির ১১জন
২০ তম জাতীয় ভেটারেন্স টেবিল টেনিস চাম্পিয়নশিরে অংশ নিতে শ্রীনগর যাচ্ছেন শিলিগুড়ির ১১ জন খেলোয়াড়। আগামী ১৬ থেকে ২০ এপ্রিল শ্রীনগরের শের-ই কাশ্মীর স্পোর্টস কমপ্লেক্সে ওই টুর্নামেন্ট হবে। নর্থ বেঙ্গল ভেটারেন্স টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের দলটি শিলিগুড়ি থেকে রওনা হবে ১৩ এপ্রিল বলে সংগঠনের সম্পাদক বিজন চক্রবর্তী জানান। তিনি জানান, দলে বিমল পাল, শুভময় চট্টোপাধ্যায়, প্রশান্ত সেন, বিমান কর্মকার, সুরজিত্‌ সেন, ভাস্কর চন্দ, শ্রীলা পাল, সৌমিত্র ঘোষ, সুদীপ গঙ্গোপাধ্যায়, শুভময় ঘোষ ও শান্তনু দাস আছেন। সকলে ৪০, ৫০, ৬০ ও ৬৫ বছর উর্ধ্ব বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে। গত বছর গ্যাংটকে জাতীয় প্রতিযোগিতায় শিলিগুড়ির দলটি প্রতিটি বিভাগে প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।

জয়ী ভিক্টোরিয়া স্কুল
বাঁকুড়া পুলিশ লাইনের মাঠেও ভিড়। ছবি: অভিজিৎ সিংহ
সিএবির উদ্যোগে ও বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিএবি কোকাকোলা সাব-ডিভিশনাল স্কুল ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দেয়। সোমবার বাঁকুড়া পুলিশ লাইনের মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হয়। ছিলেন শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধায়ক মিনতি মিশ্র, জেলা পুলিশ সুপার মুকেশ কুমার প্রমুখ। ফাইনাল ম্যাচে পুরুলিয়া জেলা স্কুল দলকে ৪ উইকেটে হারায় পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া স্কুল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.