|
|
|
|
টুকরো খবর |
সিভিক পুলিশেও আবেদন জমার হিড়িক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিভিক পুলিশের নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই আবেদনপত্র জমার হিড়িক পড়েছে পশ্চিম মেদিনীপুরে। রাজ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার বেকার যুবক-যুবতীকে নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে ৬ হাজার ২০০ জন সিভিক পুলিশ নিয়োগ করা হবে। এ জন্য আবেদন জমা পড়েছে ২৩ হাজার ১৪৩টি। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “ইন্টারভিউ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।” জেলা পুলিশ সূত্রে খবর, ১৭ হাজার ৯৬৫ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। অথচ সিভিক পুলিশের চাকরি স্থায়ী নয়। কোনও ব্যক্তি বছরে একদিনও কাজ না পেতে পারেন। কাজ করলেও দিনে মিলবে মাত্র ১৪১ টাকা। তা-ও ৬ হাজার পদের জন্য ২৩ হাজার আবেদন জমা পড়ায় জেলার কর্মহীনতার ছবিটাই ফুটে উঠেছে বলে মনে করছে বিভিন্ন মহল। খোদ জেলা পুলিশের এক আধিকারিক মানছেন, “ভেবেছিলাম, সিভিক পুলিশের জন্য বড়জোর ১২ হাজার আবেদনপত্র জমা পড়বে।” এ ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এনসিসি, সিভিল ডিফেন্সে কাজ বা খেলাধূলোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। সিভিক পুলিশের জন্য থানা থেকে আবেদনপত্র দেওয়া হয়েছিল। পরে তা জমাও পড়ে। এরপর প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হয়। চলতি মাসের গোড়া থেকে ইন্টারভিউ চলছে মেদিনীপুর পুলিশ লাইনে। চলতি সপ্তাহের মধ্যেই সকলের ইন্টারভিউ হবে বলে জেলা পুলিশ সূত্রে খবর।
|
গ্রামীণ শিল্পের প্রসারে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘ন্যাচরাল ফাইবার মিশন’ নিয়ে বৈঠক হল বুধবার। বর্তমানে এই প্রকল্পে জোর দিতে চাইছে সরকার। কারণ, গ্রামাঞ্চলে এখনও এমন নানা ক্ষুদ্র শিল্প আছে যার কাঁচামাল মেলে প্রকৃতি থেকেই। যেমন বাঁশ, মাদুর, পাট, সাবাই ঘাস। এ থেকে মাদুর, দড়ি, ফুলদানি, টুপি-সহ নানা জিনিস তৈরি করা যায়। গ্রামীণ শিল্পীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে প্রশাসন। সেই কাজ কিছুটা এগিয়েছেও। যাতে দ্রুত গতিতে কাজ হয় সে জন্যই বৈঠক হয় জেলা কালেক্টরেটে। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষ বলেন, “কাজ ভালই চলছে। আরও দ্রুত গতিতে কাজ করার জন্যই বৈঠক করা হল।” খড়্গপুর মহকুমার বিভিন্ন ব্লকে দ্রুত গতিতে উন্নয়ন করতে বৈঠক হয় দাঁতন ব্লক অফিসের মিটিং হলে। মহকুমার সব বিডিও ছাড়াও ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক শম্পা হাজরা, ওসি ইলেকশন বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় ও জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ আধিকারিক রাহুল নাথ। পঞ্চায়েত নির্বাচনের জন্য বিডিওদের প্রস্তুত থাকতে বলা হয়।
|
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেরানিতলা শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরের সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন শুরু হল বুধবার। তিন দিন ধরে চলবে লোকনৃত্য, গান, আবৃত্তি, গীতিনাট্য, নাটক ছৌ নাচ-সহ নানা অনুষ্ঠান। এ ছাড়াও আন্তঃস্কুল খো খো, ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে।
|
সম্মেলন |
পশ্চিম মেদিনীপুর জেলা দুগ্ধ ও ছানা ক্ষুদ্র বিক্রেতা সমিতির প্রথম সম্মেলন হল বুধবার। মেদিনীপুরে এই সম্মেলনের উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ। ছিলেন প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ। এতদিন এই ব্যবসায়ীদের কোনও সংগঠন ছিল না। সমিতির সম্পাদক হয়েছেন উত্তম গোপ। সভাপতি মন্টুচরণ গোস্বামী। |
|
|
|
|
|