বাঁকুড়ার মেজিয়া থেকে মঙ্গলবার গভীর রাতে ১৭টি হাতির একটি দল ঢুকে পড়েছে রানিগঞ্জে। বল্লভপুর, নূপুর হয়ে এই দলটি এখন বক্তারনগরের জঙ্গলে। বেশ কয়েক জনের খেতের সব্জি তারা নষ্ট করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতর জানায়, হাতির দলটি যাতে দ্রুত দামোদর নদ পেরিয়ে যায়, তার চেষ্টা চলছে। বুধবার ছবিটি তুলেছেন ওমপ্রকাশ সিংহ।
|
বুনো মোষের গুঁতোয় নিহত বনকর্মী |
অন্ধকার জঙ্গলে বুনো মোষের মুখোমুখি পড়ে প্রাণ হারালেন এক বনকর্মী। জখম হলেন অন্য জন। ঘটনাটি ঘটেছে কাজিরাঙার বাগরি রেঞ্জে। কাজিরাঙা কর্তৃপক্ষ জানিয়েছেন, ধুবুরির বাসিন্দা, ফরেস্টার কল্যাণ গিরি অধিকারী ও নগাঁওয়ের পুষ্পকান্ত হাজরিকা গত রাতে বিলডুবি এলাকার আজার কাঠোনি বন শিবিরের কাছে টহল দিচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে।
|
ফলাহার। ময়নাগুড়িতে তোলা নিজস্ব চিত্র। |
|
ফুলে ফুলে: হরিপালে দীপঙ্কর দে-র তোলা ছবি। |
|