শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির তলব পেয়ে আজ বুধবার তাদের দফতরে হাজিরা দিলেন সহারা কর্ণধার সুব্রত রায় এবং সংস্থার তিন ডিরেক্টর। সুব্রতবাবুর দাবি, তাঁর ব্যক্তিগত সম্পদ নিয়ে সেবি জেরা করেছে, লগ্নিকারীদের ২৪ হাজার কোটি টাকা ফেরত দেওয়া নিয়ে নয়। এ দিন এক ঘন্টার ওই জিজ্ঞাসাবাদে সুব্রতবাবু দাবি করেন, তাঁর প্রায় ৫ কোটি টাকার সম্পদ আছে। এর মধ্যে প্রায় ৩ কোটি গয়না ও দামি পাথর, ১.৫৯ কোটির স্থায়ী আমানত এবং ৩৪ লক্ষ টাকার নগদ ও ব্যাঙ্ক জমা। তবে তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। উত্তরপ্রদেশে চিনি কারখানা গড়তে ১১ কোটি টাকার ঋণ রয়েছে। এ দিকে, বেশির ভাগ লগ্নিকারীই টাকা ফেরত পেয়েছেন বলে এ দিন ফের দাবি করেন সুব্রতবাবু।
|
আলুতে লগ্নির নামে মানুষের থেকে টাকা তোলা বন্ধ করতে সুমঙ্গল ইন্ডাস্ট্রিজকে নির্দেশ দিল সেবি। শহরের সংস্থাটি ‘ফ্লেক্সি পট্যাটো পার্চেজ স্কিম’-এ ১০০% পর্যন্ত রিটার্ন দেবে বলে দাবি করে। সংস্থার আরও দাবি, কৃষি এবং অন্য পণ্য লেনদেনের জন্য ট্রেড লাইসেন্স আছে তাদের। তার ভিত্তিতে সংস্থাকে সেবি-র অনুমতি ছাড়া বাজার থেকে টাকা তোলা ও নতুন কোনও কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম চালু না-করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এ নিয়ে সংস্থাকে জবাব দিতে হবে। যদিও সংস্থার দাবি, কৃষি এবং অন্যান্য পণ্যে লেনদেনের জন্য ট্রেড লাইসেন্স রয়েছে তাদের কাছে। তাই সেবি-র কাছে অনুমতি নেওয়ার প্রশ্ন ওঠে না।
|
টানা পাঁচ দিন পড়ার পরে ঘুরে দাঁড়াল বাজার। বুধবার সেনসেক্স ১৮৭.৯৭ পয়েন্ট বাড়ে। বাজার সূত্রে খবর, বিশ্বের বিভিন্ন সূচক চাঙ্গা হওয়াই এর কারণ। তবে অনিল অম্বানীর আর-কমের শেয়ার দর ১৩.৫% বাড়াও ইন্ধন জুগিয়েছে। সম্প্রতি দাদা মুকেশের সংস্থার সঙ্গে চুক্তি করেছেন অনিল। এ রকম আরও চুক্তি হতে পারে, বাজারের জল্পনাতেই বেড়ে যায় দর।
|