টুকরো খবর |
ইম্ফলে নিহত চিকিৎসকের আততায়ীরা হাজতে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শ্লীলতাহানিতে বাধা দেওয়ার জেরেই খুন হন মণিপুরের মহিলা চিকিৎসক সত্যভামা। আজ ডিজি ওয়াই জয়কুমার সিংহ জানান, সত্যভামার প্রেমিক জেমস্-এর বন্ধু বিজু সত্যভামাকে হত্যা করেছে। জেম্স, বিজু ও তাদের আরও এক বন্ধু জীবনকে গ্রেফতার করেছে পুলিশ। জয়কুমার জানান, বিবাহিত হয়েও সত্যভামার সঙ্গে প্রেম করছিল জেম্স। ৩ এপ্রিল বিজু সত্যভামাকে ফোন করে। জেমস্-এর নাম করে সে সত্যভামাকে বাসিখং এলাকার একটি বাড়িতে ডেকে পাঠায়। এরপর সত্যভামার শ্লীলতাহানির চেষ্টা করে বিজু। তিনি পালাবার চেষ্টা করেন। কিন্তু বিজু সত্যভামার ওড়না দিয়েই তাঁর গলায় ফাঁস দিয়ে হত্যা করে। জীবনের সাহায্যে দেহটি নালায় ফেলে আসা হয়। পুলিশ গত কালই বিজু, জীবনকে গ্রেফতার করেছিল। জেম্স আজ আত্মসমর্পণ করেন। সাংবাদিক সম্মেলনে, হত্যাকারী ও তার সহযোগীদের নাম প্রকাশ হওয়ার পরেই উত্তেজিত জনতা তিন অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। অভিযুক্তদের পরিবারের লোকেরা আগেই পালিয়ে গিয়েছিল। গত ৫ এপ্রিল রিম্স-এর চিকিৎসক সত্যভামার অর্ধগলিত দেহ পূর্ব ইম্ফল জেলার একটি নালা থেকে উদ্ধার হয়। সত্যভামার মৃত্যু সংবাদ জানার পরে, কাকওয়া এলাকার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ-অবরোধ শুরু করেন। ভাঙা হয় একাধিক গাড়ি। গড়া হয় যৌথ সংগ্রাম মঞ্চ। দোষীদের গ্রেফতার না করা অবধি মণিপুরে অনির্দিষ্টকাল বন্ধ ডাকা হয়। তার জেরে তিনদিন নাকাল হন মানুষ। গত কাল মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ তিন দিনের মধ্যে হত্যাকারীকে গ্রেফতারের আশ্বাস দেওয়ায় বন্ধ প্রত্যাহার করা হয়।
|
বিষ খেয়ে অসুস্থ পরিবার
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
বিষক্রিয়ার জেরে এক বাঙালি পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়লেন। অচৈতন্য অবস্থায় আজ সকালে তাঁদের জামতারা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সেখানকার কর্মটাঁড় ব্লকের তেলকিয়ারি গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই পরিবারের তিন সদস্য—বাবু দত্ত, তাঁর স্ত্রী লালু ও পঁচিশ বছরের ছেলে শিবু বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। গ্রামের মানুষ তাঁদের অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তবে তাঁরা আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি তাঁদের কেউ বিষ খাইয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তেলকিয়ারির লোকজন জানান, পরিবারের প্রবীণ সদস্য বাবু দীর্ঘদিন ধরেই অসুস্থ ও কর্মহীন। চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে তাঁদের দিন কাটছিল। পুলিশ সুপার সুনীল ভাস্কর বলেন, “পরিবারের তিনজনেই কোমায় আচ্ছন্ন। ফলে পুলিশের কাছেও বিষয়টি পরিষ্কার নয়।”
|
অজিত পওয়ারের নামে শৌচাগার
সংবাদসংস্থা • মুম্বই |
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের নামে শৌচাগার! রাজ্যে খরা চলছে। বাঁধে জল কমে গিয়েছে। সেচের জল না পেয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন চাষিরা। অনশনও শুরু করেছেন এক চাষি। গত রবিবার এ নিয়ে প্রশ্ন করায় বিরক্ত পওয়ার মন্তব্য করেন, কোথাও জল নেই। এই পরিস্থিতিতে বাঁধে জল ভরতে হলে মূত্রত্যাগ করা ছাড়া তাঁর আর কোনও উপায় নেই। এই মন্তব্যের জেরে বিক্ষোভের মুখে পড়েন উপমুখ্যমন্ত্রী। বাধ্য হন ক্ষমা চাইতে। কিন্তু তাতে ক্ষোভ মেটেনি। উল্টে মঙ্গলবার শৌচাগারের নামকরণ পওয়ারের নামে করে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, জালনার ওই শৌচাগারের দেওয়ালে পওয়ারের ছবিও সাঁটিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
|
উদ্ধার জাল নোট, গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • পটনা |
মুজফ্ফরপুর থেকে ১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। আজ দুপুরে ৫৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লিচু বাগান থেকে এই টাকা উদ্ধার করা হয়। সশস্ত্র সীমা বলের জওয়ানরা জাল টাকা সমেত প্রমোদ শা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, আগাম খবরের ভিত্তিতে এসএসবি-র একটি দল ওই বাগানে হানা দেয়। ওই সময়ে একজন পালিয়ে গেলেও জাল নোট-সহ ওই ব্যক্তি ধরা পড়ে। জাল টাকাগুলি সব ৫০০ টাকার নোট।
|
মেয়েকে বাঁচাতে গিয়ে ইভটিজারদের বলি মা
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
নিজের ২১ বছরের এক মেয়েকে যৌন হেনস্থা থেকে বাঁচাতে গিয়ে ট্রাকের তলায় পিষ্ট হলেন মা। অভিযোগ, তাঁকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধেবেলা ৪৮ বছরের ওই মহিলা মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। তখনই এক মদ্যপ ব্যক্তি তরুণীকে উত্যক্ত করতে শুরু করে। সেই ঘটনায় বাধা দেওয়ায় মদ্যপ ব্যক্তির কিছু বন্ধুর সঙ্গে মায়ের কথা কাটাকাটি শুরু হয়। ঘটনাস্থলে অনেক লোক জড়ো হয়। হঠাৎই ওই মহিলাকে পিছন থেকে রাস্তায় ঠেলে দেয় ওই ব্যক্তির বন্ধুরা। একটি ট্রাকের তলায় পিষ্ট হয়ে যান তিনি। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পরে তিনি মারা যান। ঘটনায় ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।
|
সঞ্জয়ের জন্য অপেক্ষা
সংবাদসংস্থা • মুম্বই |
মুন্নাভাই সিরিজের তৃতীয় ছবির জন্য চিত্র পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া সঞ্জয় দত্তের সাজা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি। ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ কাণ্ডে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত সঞ্জয়কে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। সঞ্জয় দু’জনকে ফোন করে জানিয়েছেন, তিনি জেলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। কারণ সাজা শেষ হওয়ার পরই আসল মুক্তির আস্বাদ পাবেন। এ কথা শোনার পরই হিরানি ও চোপড়া জানান, তাঁরা আসল মুন্না ভাইয়ের জন্য অপেক্ষা করবেন।
পুরনো খবর: পেশাদার সঞ্জয়
|
ধৃত আরও ২
সংবাদসংস্থা • ঠাণে |
নির্মীয়মাণ বহুতল বাড়ি ভেঙে পড়ার ঘটনায় জড়িত অভিযোগে ঠাণে পুলিশ এক সাংবাদিক-সহ দু’জনকে গ্রেফতার করেছে। সাংবাদিক রফিক দাউদ কামদার এবং স্থপতি ফারুক আব্দুলকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ৭৪ জনের মৃত্যু হয়। ২০ এপ্রিল পযর্ন্ত তাদের পুলিশি হেফাজতে রাখা হবে। অন্য দিকে ঠাণের পুরসভা ঘোষণা করেছে, শহরের ৫৭টি অবৈধ নির্মাণ তারা খুব শীঘ্রই ভেঙে দেবেন। তার প্রথম দফার কাজও মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
পুরনো খবর: ঠাণের বেআইনি বহুতল ভেঙে মৃত ৫০, নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
|
আহত ৮ পর্যটক
সংবাদসংস্থা • শ্রীনগর |
জম্মু-কাশ্মীরের পহলগামের কাছে গাড়ি উল্টে আহত হলেন আট বাঙালি পর্যটক। তাঁদের প্রথমে পহলগাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে ইম্পা নাগ নামে এক মহিলাকে চিকিৎসার জন্য শ্রীনগরে নিয়ে আসা হয়।
|
চুক্তি সই
সংবাদসংস্থা • আগরতলা |
গ্যাস-ভিত্তিক সার কারখানা তৈরির জন্য ওএনজিসি ও চম্বল ফার্টিলাইজারের সঙ্গে চুক্তি করল ত্রিপুরা সরকার। প্রস্তাবিত সার কারখানায় লগ্নির কথা ছিল টাটাদের। তারা সরে যাওয়ায় প্রস্তাবিত সার প্রকল্পে ওএনজিসি-র সঙ্গে গাঁটছড়া বাঁধল চম্বল ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, ওএনজিসি-র সিএমডি সুধীর বাসুদেবের উপস্থিতিতে আজ ত্রিপুরা সরকার, ওএনজিসি, চম্বল ফার্টিলাইজার কোম্পানির মধ্যে এই মর্মে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
|
গ্যাস লিক, মৃত ৬
সংবাদসংস্থা • ম্যাঙ্গালোর |
গ্যাস সিলিন্ডার লিক করে মৃত্যু হল এক শিশু ও এক মহিলা-সহ ছ’জনের। গুরুতর জখম আরও ৪। মঙ্গলবার সকালে ম্যাঙ্গালোরের এক জনবহুল এলাকার ঘটনা। মৃতদের পরিচয় জানা যায়নি এখনও। পুলিশ জানিয়েছে, আহতেরা স্থানীয় হাসপাতালে ভর্তি। |
|