টুকরো খবর
পার্কের কর্তাকে মারে নোটিস অভিযুক্তদের
পার্কের আধিকারিককে মারধরে অভিযুক্ত দুর্গাপুরের পাঁচ আইএনটিটিইউসি কর্মীকে তিন দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিস পাঠাল পুলিশ। তা না হলে তাদের গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। সোমবার কুমারমঙ্গলম পার্ক দেখভালের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সন্তোষ দাসকে আইএনটিটিইউসি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পার্কের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস রায় ও সিনিয়র ম্যানেজার নদেরচাঁদ মণ্ডল। দেবাশিসবাবু জানান, সংস্থার ১৭ জন ঠিকা কর্মীর কর্তৃপক্ষকে না জানিয়ে রবিবার আইএনটিটিইউসি-র রাজ্য সম্মেলনে যাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। সোমবার কাজে এলে সংস্থার নিয়ম মোতাবেক তাঁদের যোগ দিতে দেওয়া হবে না বলে জানানো হয়। ঘটনায় ৫ আইএনটিটিইউসি কর্মী-সহ জনা দশেক জড়িত বলে দুর্গাপুর থানায় অভিযোগ করেন দেবাশিসবাবু। পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে হাঙ্গামা পাকানো ও মারধরের মামলা রুজু হয়েছে। যে ধারায় মামলা হয়েছে তা জামিনযোগ্য এবং গ্রেফতার বাধ্যতামূলক নয়। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “পার্কে তৃণমূল শ্রমিক সংগঠনের কোনও ইউনিট নেই। তবে যা ঘটেছে তা নিন্দনীয়। দোষীরা শাস্তি পাক।” মঙ্গলবার অবশ্য পার্কের পরিবেশ ছিল স্বাভাবিক। যে ১৭ কর্মীকে নিয়ে গোলমালের সূত্রপাত, তাঁরা এ দিন কাজে যোগ দেন। ম্যানেজিং ডিরেক্টর দেবাশিসবাবু জানান, হামলায় ওই কর্মীদের কেউ জড়িত ছিলেন না। তাই তাঁদের নামে অভিযোগ করা হয়নি।

পুরনো খবর:

বৃদ্ধার মৃত্যুতে রিপোর্ট তলব
ছ’বছর আগে বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশকে ফের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। পূর্বস্থলীর বৈদিকপাড়ায় বীথিকা ভট্টাচার্য নামে বছর সত্তরের ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর দেওর হিমাংশু ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পরে বীথিকাদেবীর বাড়িতে থেকে তাঁর দেখাশোনা করতেন বাসনা পাল নামে এক মহিলা এবং তাঁর পুত্র ও পুত্রবধূ। ২০০৭ সালের ৭ মার্চ বাড়ি থেকে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। হিমাংশুবাবুর অভিযোগের ভিত্তিতে বাসনাদেবীর ছেলে কানুকে গ্রেফতার করে পুলিশ। তার পরে ঘটনার তদন্তভার নেয় সিআইডি। ঘটনার কয়েক মাস পরে আদালতে আত্মসমর্পণ করেন বাসনাদেবী। হিমাংশুবাবুর আইনজীবী পার্থসারথি কর বলেন, “সিআইডি তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ঘটনার প্রমাণ পায়নি বলে জানায়। মামলার রায়দানের আগে ২০০৯ সালের ৫ অক্টোবর সমন পাঠিয়ে আদালত মামলার বিষয়ে হিমাংশুবাবুর মন্তব্য চাইলে তিনি তদন্তের ব্যাপারে নানা প্রশ্ন তোলেন। এর পরেই আদালত দু’পক্ষের কাছে বিষয়টি জানতে চায়। সম্প্রতি কালনার এসিজেএম মধুমিতা রায় জেলা পুলিশকে তদন্ত করে ১২ জুনের মধ্যে ওই ঘটনার ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাত দুষ্কৃতী
বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র-সহ সাত জন দুষ্কৃতীকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার তাদের আসানসোল আদালতে তোলা হলে এসিজেএম চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) অজয় প্রসাদ জানান, সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানার ঘাঘরবুড়ি মন্দির সংলগ্ন এলাকা থেকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে একটি পাইপগান, ভোজালি, ছুরি ও তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতেরা মোবাইল টাওয়ারের ব্যাটরি চুরির কাজে যুক্ত। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় স্বীকার করেছে এখনও পর্যন্ত রানিগঞ্জ, জামুড়িয়া, অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, কুলটি, সালানপুর এলাকায় মোট দশটি মোবাইল টাওয়ারের ব্যাটরি চুরি করেছে তারা। পুলিশ জানায়, ধৃত দুষ্কৃতীদের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছরের মধ্যে।

শিল্পীর জীবনাবসান
জীবনাবসান হল মানকরের চিত্রশিল্পী সুশীল পালের (৫৭)। সোমবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। লিভারে সংক্রমণের জন্য তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সুশীলবাবু চিত্রশিল্পী ও ভাস্কর ছিলেন। তিনি রানিগঞ্জের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় তাঁর তৈরি ভাস্কর্য্য ও চিত্র রয়েছে। বিভিন্ন জায়গায় তাঁর আঁকার স্কুলও ছিল।

জন্মদিবস পালন
পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ রাহুল সাংকৃতায়নের ১২১তম জন্মদিন পালন হল রানিগঞ্জে। পঞ্জাবি মোড়ে লেখকের মূর্তিতে মাল্যদান করেন রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র।

কোথায় কী

দুর্গাপুর

স্মরণ সভা। বিধান ভবন। সন্ধ্যা ৬টা। উদ্যোগ: রম্যবীনা।

রূপনারায়ণপুর

বইমেলা। ডাবর মোড়। পশ্চিম রাঙামাটিয়া ইয়ুথ ক্লাব।

আসানসোল

ফুটবল। রেলপাড় দুর্গামন্দির মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ: রেলপাড় ইউসি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.