বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে সিউড়ি বিদ্যাসাগর, কবি সুকান্ত ও খলিসানি কলেজ। মঙ্গলবার বর্ধমানের মোহনবাগান মাঠে কোয়ার্টার ফাইনালে ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয় ৫ উইকেটে বর্ধমান বিশ্ববিদ্যালয় পোস্ট গ্রাজুয়েট বিভাগকে হারায়। প্রথমে ৩১.৩ ওভারে পোষ্ট গ্রাজুয়েট ১২২ রান করে। দলের নির্মল মণ্ডল ৩১ ও শ্রীজীব ২৬ রান করেন। নির্মল মন্ডল ২২ রানে ২ উইকেটও নেন। জবাবে ২৮.১ ওভারে কবি সুকান্ত ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করে। দলের দেবব্রত পোড়েল অপারাজিত ৪০ রান ও ছোটে সরকার ৩২ রানে ৪ উইকেট দখল করেন। গতবারের চ্যাম্পিয়ন দুর্গাপুর গর্ভমেন্টকে ৮ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পোষ্ট গ্রাজুয়েট। এ দিকে গুসকরা মহাবিদ্যালয়কে হারিয়ে সিউড়ি বিদ্যাসাগর ও গতবারের রানার্স দুর্গাপুর মাইকেল মধুসূদন দত্ত কলেজকে ২৬ রানেই হারিয়ে খলিসানি কলেজ সেমিফাইনালে ওঠে। ১২ ও ১৩ এপ্রিল সেমিফাইনাল দু’টি হবে। মাঝে ১১ এপ্রিল মানকর কলেজ ও হুগলি মহসিন কলেজের মধ্যে খেলায় নির্ধারিত হবে কবি সুকান্তের প্রতিদ্বন্দ্বী। ফাইনাল হবে ১৬ এপ্রিল।
|
দ্বিতীয় ডিভিশন নকআউট ভলিবলের ফাইনালে উঠল বর্ধমান ক্লাব ও অরবিন্দ কোচিং সেন্টার। মঙ্গলবার অরবিন্দ স্টেডিয়ামে সেমিফাইনালে বর্ধমান ক্লাব ৩-১ সেটে হারিয়েছে রাইপুর নবীন সঙ্ঘকে। অন্য সেমিফাইনালে অরবিন্দ কোচিং সেন্টার ৩-১ সেটেই হারায় পাল্লারোড সমস্তপুর ইয়ং সোসাইটিকে। ফাইনাল হবে ১৩ এপ্রিল। |
রেলপাড় ইউনাইটেড ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল গোপালনগর সিসি। মঙ্গলবার রেলপাড় দুর্গামন্দির মাঠের এই খেলায় তারা বেঙ্গল স্পোর্টিংকে ১-০ গোলে হারায়। |