টুকরো খবর
জ্ঞানেশ্বরী মামলায় হল না সাক্ষ্যগ্রহণ
এক প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার জন্য বিচারক জেলার বাইরে থাকায় সোমবার জ্ঞানেশ্বরী মামলার দ্বিতীয় পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শুরু হল না মেদিনীপুর আদালতে। মামলাটি চলছে মেদিনীপুরের বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক পার্থপ্রতিম দাসের এজলাসে। প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি থেকে। চলে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছিল ৮ এপ্রিল। অর্থাৎ সোমবার। ঠিক ছিল, সোমবার থেকে শুরু হয়ে দ্বিতীয় পর্যায়ের সাক্ষ্যগ্রহণ চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ২০১০ সালের ২৭ মে রাতে ঝাড়গ্রামের সর্ডিহা এবং খেমাশুলি স্টেশনের মাঝে দুর্ঘটনায় পড়েছিল আপ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে মুম্বই যাচ্ছিল। ট্রেনটি আসার আগেই রেল লাইনের একাংশ কেটে ফেলা হয় এবং লাইনের প্যানড্রোল ক্লিপ খুলে ফেলা হয়। ফলে লাইনচ্যুত হয়ে যায় জ্ঞানেশ্বরী। উল্টোদিক থেকে আসা একটি মালগাড়ি আবার দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির কয়েকটি বগিকে ধাক্কা মারে। মৃত্যু হয় অন্তত ১৫০ জনের। আহত হন প্রায় ২০০ জন। ঘটনার তদন্ত শুরু করে সিবিআই।

পুরনো খবর


বিদ্যুতের দাবিতে পথ অবরোধ
এগরার দিঘা মোড়ে পথ অবরোধ।—নিজস্ব চিত্র।
পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোমবার পথ অবরোধ করলেন পটাশপুর-২ ও ভগবানপুর-২ ব্লক এলাকার কয়েকজন চাষি। সোমবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ললাট-জনকা রোডের খটিবাড়-হরিপুর মৌজায় পথ অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। চাষিদের অভিযোগ, গত এক মাস ধরে জলের অভাবের সঙ্গেই তীব্র রোদ। ফলে মাঠ শুকনো। অধিকাংশ জায়গায় ধানে ফুল এসেছে। এই সময় পর্যাপ্ত জল না পেলে ধানের শিসগুলো ফাঁপা থেকে যাবে। লোডশেডিং ও লো- ভোল্টেজের জন্য জমিতে জল দিতে অসুবিধা হচ্ছে বলে তাঁরা জানান। এ দিনই একই দাবিতে এগরা শহরের দিঘা মোড়ে এগরা-কাঁথি ও এগরা-সোলপাট্টা রাস্তা অবরোধ করেন এগরার দুই ব্লকের কিছু চাষি। এগরা থানার পুলিশ অবরোধ তুলে দেওয়ার পর বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। বিদ্যুৎ দফতরের এগরার অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌম্যদীপ ভৌমিক বলেন, “এই সমস্যা চলবে আরও ১৫ দিন। বিভিন্ন এলাকায় বহু অবৈধ সংযোগ থাকায় সমস্যা আরও বাড়ছে।” জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “১১ এপ্রিল এ বিষয়ে জেলা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আশা করি সেখানে সমস্যার সমাধান হবে।”

ভর্তি নিয়েও হয়রানি, ডিআই অফিসে বিক্ষোভ
তমলুকে মিছিল শিক্ষকদের। ছবি: পার্থপ্রতিম দাস।
শিক্ষক শিক্ষণ কোর্সে ভর্তি করা নিয়েও প্রাথমিক শিক্ষকদের হয়রানির মধ্যে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠল। সোমবার বিকেলে এসইউসি প্রভাবিত শিক্ষক সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সমর্থক প্রাথমিক শিক্ষকরা তমলুক শহরের মানিকতলায় পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক) অফিসের সামনে জমায়েত হয়ে ঘেরাও বিক্ষোভ দেখান। বিক্ষোভ সভায় সমিতির জেলা সম্পাদক সতীশ সাহু ও সভাপতি আনন্দ হাণ্ডা অভিযোগ করেন, “পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে ২৩টি কলেজে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অথচ জেলার প্রায় ৬ হাজার শিক্ষকের মধ্যে দেড় হাজার শিক্ষক-শিক্ষিকাকে মুর্শিদাবাদ, বীরভূমের মত দূরবর্তী জেলার বিভিন্ন শিক্ষক-শিক্ষণ কলেজে ভর্তির জন্য পাঠানো হয়েছে। এ দিকে, ওই কলেজগুলির কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভর্তি সংক্রান্ত নির্দেশিকা না পৌঁছনোয় অনেকেই সেখানে গিয়েও ভর্তি হতে পারেননি। এই ভাবেই হয়রানি চলছে।” সমিতির নেতাদের আরও অভিযোগ, পূর্ব মেদিনীপুরের কিছু শিক্ষক শিক্ষণ কলেজের কর্তৃপক্ষ এই প্রশিক্ষণের জন্য ৬ হাজার টাকা দাবি করছে। অথচ এই বিষয়ে পর্ষদের কোনও নির্দেশিকা নেই। আর পূর্ব মেদিনীপুরে প্রায় ৬ হাজার শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণের জন্য তালিকাভুক্ত করা হলেও এখনও প্রায় ৫০০ জন শিক্ষক-শিক্ষিকার কাছে এই সংক্রান্ত কোনও চিঠি আসেনি। ফলে এই সব শিক্ষক-শিক্ষিকারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

বিদ্যুতের কাজে বাধা, গ্রেফতার
বিদ্যুৎ দফতরের কর্মীদের কাজে বাধা ও হেনস্থার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছিল রামনগর থানার তালগাছাড়ি গ্রামে। ধৃত মহিলার নাম পূরবী মাইতি। বিদ্যুৎ দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূরবীদেবী ভাড়াটিয়া উচ্ছেদের জন্য বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেন। কিন্তু ভাড়াটিয়া গোপাল চোঙ চুক্তিপত্র দেখিয়ে বিদ্যুৎ দফতরের মাধ্যমে ফের নতুন সংযোগের অনুমোদন পান। পূরবীদেবী ফের বাধা দেওয়ায় আদালতের দ্বারস্থ হন গোপালবাবু। আদালতের নির্দেশে বিদ্যুৎ দফতরের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে পূরবীদেবী তাদের কাজে বাধা দেন এবং কর্মীদেরও হেনস্থা করেন বলে অভিযোগ। বিদ্যুৎ দফতরের কর্মীদের অভিযোগের ভিত্তিতে রামনগর থানার পুলিশ অভিযুক্ত পূরবী মাইতিকে গ্রেফতার করে।

বার্ষিক উৎসব
দু’দিন ধরে ঝাড়গ্রাম আরণ্যক জনকল্যাণ সমিতি পরিচালিত ‘রানি ইন্দিরাদেবী শিক্ষাসদন ও কলাসদন’-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হল। শনিবার সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষাসদনের ছাত্রছাত্রীরা আবৃত্তি, নাচ, গান ও নাটক পরিবেশন করে। ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য মঞ্চস্থ করে কলাসদনের ছাত্রীরা। ‘প্রচেষ্টা মহিলা শাখা’র প্রযোজনায় ‘উশুল’ নাটকটি মঞ্চস্থ হয়। রবিবার শিক্ষাসদন ও কলাসদনের বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। সমাপ্তি সন্ধ্যায় ‘সৃষ্টি-স্থিতি-প্রলয়’ শীর্ষক একটি গীতি আলেখ্য পরিবেশন করে প্রচেষ্টা মহিলা শাখা। সবশেষে আরণ্যক জনকল্যাণ সমিতির ‘প্রত্যয়’ প্রযোজিত ‘অনশন’ নাটকটি মঞ্চস্থ করা হয়।

সৌজন্য সাক্ষাৎ
রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন ও তার জেরে দমবন্ধ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আচার্যকে জানান তিনি। শিক্ষক নিয়োগ, সাবস্টেশন তৈরি-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েও কথা বলেন তিনি। উপাচার্যর কথায়, “আচার্যের সঙ্গে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় নিয়ে তিনি জানতে চেয়েছিলেন। আমাকে দ্রুততার সঙ্গে উন্নয়নমূলক কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।” কিছু দিন ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডামাডোল অবস্থা। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের রাশ নিজেদের হাতে রাখার চেষ্টা করছে।

গাঁজা-সহ ধৃত
এক কিলো গাঁজা-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ। রবিবার রাতে ঘাটাল শহরের এলআইসি মোড় থেকে পশুপতি শীল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি চন্দ্রকোনা থানার মাধবপুর গ্রামে। ধৃতকে সোমবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। এ দিকে, শনিবার রাতে খেজুরির উদাখালি গ্রামে একটি মোটর বাইকের বাক্স থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশ জানিয়েছে, ধৃত পল্টু বর্মন ভগবানপুরের নারায়ণদাঁড়ি গ্রামের বাসিন্দা। রবিবার ধৃতকে কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতের নির্দেশ দেন।

স্মারকলিপি
পঞ্চায়েতে অচলাবস্থার কথা জানিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দিল তৃণমূল। সোমবার মোহনপুর ব্লকের সিপিআই পরিচালিত সাউটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভে নেতৃত্বদানকারী তৃণমূলের সাউটিয়া অঞ্চল কমিটির সভাপতি অমূল্য জানার দাবি, “গত প্রায় দু’বছর ধরে পঞ্চায়েতে অচলাবস্থা চলছে। নলকূপগুলি অকেজো। তাই পুকুরের জল ব্যবহারে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা।” পঞ্চায়েত প্রধান সিপিআইয়ের বুধিয়া সরেন বলেন, “পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে এসব করছে তৃণমূল।”

বিক্ষোভ সমাবেশ
রাজ্য জুড়ে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, নারী নিযার্তন ও মদের অবাধ লাইসেন্স প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ জানাল সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। রবিবার সন্ধ্যায় কাঁথি মহিলা থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। সমাবেশের আগে মিছিল কাঁথি শহর পরিক্রমা করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.