টুকরো খবর |
প্রধানমন্ত্রী পদপ্রার্থী-বিতর্ক আবার উস্কে দিলেন নীতীশ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
প্রধানমন্ত্রী পদে লালকৃষ্ণ আডবাণীর ‘গ্রহণযোগ্যতা’ নিয়ে মন্তব্য করে ফের এনডিএ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী সংক্রান্ত বিতর্ক উস্কে দিলেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ পটনায় মুখ্যমন্ত্রীর জনতা দরবারে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, এনডিএ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লালকৃষ্ণ আডবাণীর নাম জেডিইউ সমর্থন করবে? উত্তরে নীতীশ বলেন, “লালকৃষ্ণ আডবাণী আমাদের সকলেরই সম্মানিত নেতা। অটলবিহারী বাজপেয়ীর সময়ে তিনি দেশের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর প্রতি সকলেরই শ্রদ্ধা আছে।” একই সঙ্গে তিনি বলেন, “কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন সেটা ঠিক করার দায় বিজেপি-র। জোটের বড় শরিক হিসেবে তাঁরাই নাম প্রস্তাব করবে। তারপরে সমর্থনের প্রশ্ন। এই নিয়ে আগাম কিছু বলতে চাইছি না।” নরেন্দ্র মোদীর প্রার্থীপদের বিরোধিতা করেন নীতীশ। তার প্রেক্ষিতে আডবাণী সংক্রান্ত প্রশ্নে নীতীশের উত্তর যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করছেন নীতীশের ঘনিষ্ঠ মহল। ১৩ এবং ১৪ এপ্রিল দিল্লিতে জেডিইউ-এর রাষ্ট্রীয় পরিষদের সম্মেলন। সেখানে দলের সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচন হবে। শরদ যাদব ওই পদে প্রার্থী হবেন বলে নীতীশ জানান। ওই সম্মেলনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি-সহ নানা বিষয়ে আলোচনা হবে। নীতীশ বলেন, “ওই সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামীদিনে দলের রণনীতি এবং বিহারের বিশেষ মর্যাদার বিষয়টি নিয়ে আলোচনা হবে।”
|
ভুয়ো নালিশ রাজীবের নামে, বলছে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর বিরুদ্ধে ‘উইকিলিকস’-এ তোলা অভিযোগ আজ খারিজ করে দিল কংগ্রেস। মার্কিন দূতাবাসের এক গোপন নথি ফাঁস করার দাবি জানিয়ে এই ওয়েবসাইটে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে সুইডেনের একটি সংস্থার হয়ে যুদ্ধবিমান কেনার চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন রাজীব গাঁধী। কংগ্রেসের প্রধান মুখপাত্র তথা ওয়ার্কিং কমিটির সদস্য জনার্দন দ্বিবেদী বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন। উইকিলিকসের কোনও বিশ্বাসযোগ্যতা নেই।” উইকিলিকস-এর ওই রিপোর্টে আরও বলা হয় যে সত্তরের দশকে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ ভারতের এক রাজনীতিককে প্রচুর অর্থ দিয়েছিলেন। যাতে সর্বভারতীয় স্তরে কংগ্রেস বিরোধিতার বাতাবরণ আরও মজবুত করা ও দেশে অস্থিরতা তৈরি করা যায়। ওই রাজনীতিক পরে এন ডি এ জমানার বড় নেতা হয়েছিলেন। এই প্রসঙ্গ উত্থাপন করে জনার্দন বলেন, ওই সময় কংগ্রেস বিরোধিতায় সামিল ছিলেন জয়প্রকাশ নারায়ণ এবং বিজেপি-র অনেক নেতা। বিজেপি যদি উইকিলিকস নিয়ে এত উৎসাহী হন, তাহলে ওঁরা স্বীকার করুন যে দেশে অস্থিরতা তৈরির জন্য ওঁরা বিদেশি গুপ্তচর সংস্থার টাকা নিয়েছিলেন। প্রকাশ কারাট বলেন, ঘুষ নিয়ে দেশে অস্থিরতা তৈরির অভিযোগ মারাত্মক। এর তদন্ত হওয়া উচিত।
|
খুনি চালকের মৃত্যুদণ্ড
নিজস্ব সংবাদদাতা • পুণে |
পুণের ব্যস্ত রাস্তায় উল্টো দিক থেকে বেপরোয়া ভাবে বাস চালিয়ে ৯ জনকে খুন করার অপরাধে বাসচালক সন্তোষ মানেকে মৃত্যুদণ্ড দিল মহারাষ্ট্রের একটি আদালত। মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহণ নিগমের কর্মী ছিল সন্তোষ। ২০১২ সালের ২৫ জানুয়ারি সকালে হঠাত্ একটি বাস নিয়ে পুণের রাস্তায় উল্টো দিক থেকে ঢুকে পড়ে সে। বাসের ধাক্কায় ৯ জন প্রাণ হারান। বাস থামাতে গুলিও চালায় পুলিশ। শেষ পর্যন্ত বাসে উঠে পড়ে মানেকে শায়েস্তা করেন এক কলেজ ছাত্র। পরিবহণ নিগম সূত্রে খবর, ঘটনার আগের দিন তার কাজের সময় কমানোর জন্য নিগমকে অনুরোধ করেছিল মানে। কিন্তু বাসচালকের ঘাটতি থাকায় সেই অনুরোধ মানেনি নিগম। বিচারের সময়ে মানের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল মানসিক রোগী। আদালত সেই যুক্তি মানেনি। বিচারকের মতে, মানে খুব ভাল ভাবেই জানত সে কী করছে। এই ঘটনা ‘বিরলতম’ অপরাধের তালিকায় পড়ে। মানের আইনজীবী জানিয়েছেন, তিনি উচ্চ আদালতে যাবেন।
পুরানো খবর: অবসাদে ভোগা বাসচালক পিষে মারলেন ৯ জনকে
|
স্বাগত |
|
অখিলেশকে বরণ। উত্তরপ্রদেশে এক অনুষ্ঠানে। ছবি: পিটিআই |
|
আডবাণীকে নিয়ে নীতীশ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
প্রধানমন্ত্রী পদে লালকৃষ্ণ আডবাণীর ‘গ্রহণযোগ্যতা’ নিয়ে মন্তব্য করে ফের বিতর্ক উস্কে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ সাংবাদিকের প্রশ্নের উত্তরে নীতীশ বলেন, “লালকৃষ্ণ আডবাণী সকলেরই সম্মানিত নেতা। তাঁর প্রতি সকলেরই শ্রদ্ধা আছে।” তিনি বলেন, “কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন সেটা ঠিক করার দায় বিজেপি-র। জোটের বড় শরিক হিসেবে তাঁরাই নাম প্রস্তাব করবে।” উল্লেখ্য, নরেন্দ্র মোদীর প্রার্থীপদের বিরোধিতা করেন নীতীশ। তাই নীতীশের উত্তর ইঙ্গিতবাহী বলে মনে করছেন নীতীশের ঘনিষ্ঠ মহল।
|
সঞ্জয়ের জন্য শ্যুটিংয়ের তারিখ বদল
সংবাদসংস্থা • মুম্বই |
রাজকুমার হিরানির ‘পিকে’ ছবির শ্যুটিংকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছিল সঞ্জয় দত্তের পাঁচ বছরের কারাদণ্ড। কিন্তু সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছেন স্বয়ং আমির খান। তাঁর মুখপাত্র জানিয়েছেন, আমির তাঁর শ্যুটিংয়ের তারিখ অদলবদল করে সঞ্জয়কে শ্যুটিং করার সুযোগ করে দিচ্ছেন, যাতে আদালতে আত্মসমর্পণ করার আগেই ‘পিকে’ ছবির শ্যুটিংয়ের কাজ সেরে ফেলতে পারেন সঞ্জয়। সঞ্জয় দত্তর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, আগামী সপ্তাহেই ‘পিকে’ ছবির শ্যুটিং শুরু হবে।
পুরানো খবর: পেশাদার সঞ্জয়
|
|