টুকরো খবর
সুদীপ্ত-ব্যাজ বিলি নিয়ে মারধর
মৃত ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের ছবি-সহ ব্যাজ বিলি করে বাড়ি ফেরার পরে এক এসএফআই নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটে যাদবপুর-সন্তোষপুর এলাকায়। বিমান দত্ত নামে ওই নেতা থানায় তিন তৃণমূল-সমর্থকের নামে লিখিত অভিযোগ জানান। তৃণমূল ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বৈশ্বানর চট্টোপাধ্যায় অবশ্য বলেন, “এমন ঘটনার কথা জানা নেই। অভিযোগ খতিয়ে দেখতে হবে।” পুলিশি সূত্রের খবর, যাদবপুর-সন্তোষপুরের কয়েকটি স্কুলে সুদীপ্তের ছবি-সহ ব্যাজ বিলি করছিলেন এসএফআই নেতারা। অভিযোগ, দু’টি স্কুলে ব্যাজ বিলির সময় তৃণমূল-সমর্থকেরা বাধা দেন।

পার্ক স্ট্রিটে লাঞ্ছিতার বক্তব্যে আপত্তি
পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনায় অভিযোগকারিণীর বক্তব্য নিয়ে আপত্তি তুললেন অভিযুক্তদের আইনজীবীরা। তার জেরে ওই মামলার সোমবারের শুনানি পর্ব মাঝপথে বন্ধ হয়ে যায়। বিচার ভবনের ফাস্ট ট্র্যাক আদালতের (৩) বিচারক মধুছন্দা বসু পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ১৭ এপ্রিল। অভিযুক্তদের আইনজীবীরা আদালতে জানান, অভিযোগকারিণী এ দিন বিচারকের কাছে যা বলেছেন, তা মামলার কেস ডায়েরিতে নথিভুক্ত নেই। অভিযোগকারিণীর ওই বক্তব্য যাতে আদালতের নথিভুক্ত হতে না-পারে, সেই জন্য একটি ‘পিটিশন’-ও জমা দেন তাঁরা। সরকারি আইনজীবী বলেন, পিটিশন নিয়ে তাঁর যা বলার আছে, তা তিনি লিখিত আকারে আদালতকে জানাবেন।

পুরনো খবর:

গাড়ি ধাওয়া করে শ্লীলতাহানি
এক মহিলার গাড়ির পিছু নেওয়া, ধাক্কা মারা এবং শ্লীলতাহানির অভিযোগে সোমবার সন্ধ্যায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায়, ধৃতদের নাম শশাঙ্ক জৈন ও রোহন আর্য। থানায় লিখিত অভিযোগে ওই মহিলা বলেছেন, তিনি বর্ধমান রোড থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন। মাঝেরহাট ব্রিজে একটি গাড়িতে দুই যুবক ধাওয়া করে তাঁর গাড়িতে ধাক্কা মারে। তার পরে গাড়ি থামিয়ে তাঁর শ্লীলতাহানি করে। তারাতলার মোড়ের পুলিশ কিয়স্কে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

যুবকের মৃতদেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। সোমবার সকালে, রবীন্দ্র সরোবর থেকে। পুলিশ জানায়, প্রাতর্ভ্রমণকারীরা এ দিন লেকে ওই যুবকের দেহ ভাসতে দেখে লেক থানায় খবর দেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন নেই। তবে বেশ কিছু দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের।

যান্ত্রিক ত্রুটি, শহরে লোডশেডিং
কসবা সাবস্টেশনের সঙ্গে যুক্ত সিইএসসি-র বিদ্যুৎ সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে লোডশেডিংয়ের কবলে পড়ল শহরের উত্তর ও দক্ষিণের বেশ কিছু এলাকা। সোমবার বিকেল ৩টে ৫৫ থেকে ৪টে ৩২ পর্যন্ত এর জেরে ভোগান্তি হয় গ্রাহকদের। সংস্থার অবশ্য দাবি, জরুরি পরিষেবা কেন্দ্রগুলিতে কয়েক মিনিটেই বিদ্যুৎ চলে আসে। গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ আসতে সময় লেগেছে। এ দিন বিদ্যুৎ ঘাটতি ছিল প্রায় ৩০০ মেগাওয়াট।
এ দিকে, এ বারের গরমে সিইএসসি এলাকায় ৫-৭ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে বলে অনুমান সংস্থার। গত বছর গ্রীষ্মে কলকাতায় সর্বোচ্চ বিদ্যুত-চাহিদা ছিল ১৯০০ মেগাওয়াট। এ বার চাহিদা খানিকটা বাড়লেও তা সামলানোর মতো ব্যবস্থা রয়েছে বলে দাবি সিইএসসি কর্তৃপক্ষের।

লেকে যুগলকে মার, অভিযুক্ত তিন পুলিশকর্মী
রবীন্দ্র সরোবরে এক যুবককে ও তাঁর বান্ধবীকে মারধরের অভিযোগ উঠেছে তিন পুলিশকর্মীর বিরুদ্ধে। মহম্মদ হাসান আলি নামে ওই যুবক লেক থানায় অভিযোগ করেন, রবিবার সন্ধ্যায় লেকে তিন পুলিশ সাদা পোশাকে এসে তাঁদের মারে এবং তাঁকে ভ্যানে তোলে। আলিকে নিয়ে ভ্যানটি গড়িয়াহাট সেতুর নীচে যায়। সেখানে তিন পুলিশ ভ্যান থেকে নেমে পড়ে। পরে দু’জন ফিরলেও এক জন ফেরেনি। পুলিশ আলিকে লেক থানায় নিয়ে গিয়ে ধমকায়। ওই যুবকের বন্ধুরা থানা ঘেরাও করলে অভিযোগ নেয় পুলিশ। আলি জানান, তিন পুলিশকে চিহ্নিত করার নাম করে সোমবার তাঁকে থানায় ডেকে নালিশ তুলে নিতে চাপ দেওয়া হয়। আলির আইনজীবী উদ্দীপন সেনগুপ্ত বলেন, “পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।”

স্টুডিওর নথি দেখতে নির্দেশ
শহরের স্টুডিওগুলির নিয়ম মাফিক ট্রেড লাইসেন্স আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি দক্ষিণ কলকাতার দাসানি স্টুডিওয় শ্যুটিং চলাকালীন আগুন লেগে কয়েক জন জখম হন। এই ঘটনায় প্রশ্ন ওঠে স্টুডিওর অগ্নি-নির্বাপণ বিধি নিয়ে। তার জেরেই টনক নড়ে পুর-প্রশাসনের। সোমবার মেয়র জানান, শহরে ২৪-২৫টি স্টুডিও আছে। তিনি বলেন, “পুরসভার অফিসারেরা ওই সব স্টুডিও ঘুরে দেখবেন। অগ্নিবিধি সংক্রান্ত গলদ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”

পুরনো খবর:

যুবক গ্রেফতার
পার্ক স্ট্রিটে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। সোমবার, বৌবাজার থেকে। ধৃতের নাম শাহনওয়াজ খান। পুলিশ জানায়, শনিবার রাত ১টা নাগাদ ওই মহিলা একটি রেস্তোরাঁর বাইরে এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। তখন শাহনওয়াজ তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। রবিবার পার্ক স্ট্রিট থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা।

গণপিটুনিতে মৃত্যু
গণপিটুনিতে মৃত্যু হল বাগুইআটি এলাকার দাগি দুষ্কৃতী বাবু চক্রবর্তী (২৭) ওরফে ঘেটুর। রবিবার রাতে, নিউ টাউন থানার জ্যাংরায়। তার দুই সঙ্গী সুরজ ও সৌরভ হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, ঘেটু, সুরজ ও সৌরভ একটি বাড়িতে ছিল। কয়েক জন চড়াও হয়ে তিন জনকে মারধর করে পালায়। হাসপাতালে ঘেটুকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, তার নামে নানা দুষ্কর্মের অভিযোগ ছিল।

বরাহনগরে ফের বাস চুরি
ফের দু’টি বাস চুরি গেল বরাহনগরে। পুলিশ জানায়, রবিবার ভোরে ডানলপ বাস স্ট্যান্ডে কর্মীরা এসে দেখেন, ডানলপ-ধর্মতলা রুটের ৩৪বি বাসটি উধাও। বিকেলে বনহুগলি স্ট্যান্ডে ২২২ নম্বর (বনহুগলি-রবীন্দ্র সদন) রুটের বাসটি রেখে কর্মীরা খেতে যান। ফিরে দেখেন, বাস নেই। দু’টি বাসই জেএনএনইউআরএম-এর। সোমবার বরাহনগর থানার পুলিশ বর্ধমানের মেমারিতে রাস্তার ধারে ৩৪বি রুটের বাসটি উদ্ধার করে। মার্চে দক্ষিণেশ্বর থেকে চুরি যাওয়া একটি বাস মেলে বহরমপুর থেকে। উত্তর শহরতলি বাস-মিনিবাস সমন্বয় কমিটির সভাপতি গণপতি মজুমদার সোমবার বলেন, “আমরা শঙ্কিত। প্রশাসন কী করছে বুঝছি না।” এক পুলিশকর্তা বলেন, “অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়। কয়েকটি বাস উদ্ধার হয়েছে।”

দুর্ঘটনায় মৃত এক
দু’টি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার রাতে, ঢাকুরিয়া ব্রিজে। আহত আরও দুই। মৃতের নাম মহম্মদ ওয়াকিল (৪৫)। আহতদের নাম মহম্মদ সাকিল ও পিন্টু মণ্ডল। পুলিশ জানায়, ওই রাতে ওয়াকিল তাঁর ছেলে সাকিলকে নিয়ে একটি টাটা সুমো চেপে বাড়ি ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন পিন্টু। সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওয়াকিলের। অন্য গাড়িটির চালক রাজেশ সিংহ গ্রেফতার হয়েছেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.