মৃত্যুর আগের রাতে পিয়ালি মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে রূপকথা গঙ্গোপাধ্যায় ছাড়া যে তৃতীয় ব্যক্তি ছিলেন তিনি কে? তদন্তকারী অফিসারদের মতে, ওই তৃতীয় ব্যক্তির পরিচয়ের মধ্যেই পিয়ালি মৃত্যু-রহস্যের অনেক সমাধান সূত্র লুকিয়ে থাকতে পারে। এই ব্যাপারে শুধু রূপকথাকেই নয়, পিয়ালির গাড়ির চালক হেমন্ত মান্নাকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই তৃতীয় ব্যক্তিকে রূপকথা ভাল চেনেন না বলে জেরায় তিনি দাবি করেছেন। কিন্তু রূপকথার দাবির সত্যতা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। পিয়ালির গাড়ির চালক জানিয়েছেন, ওই তৃতীয় ব্যক্তিকে তিনিও মাত্র দু-এক বার দেখেছেন।
বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ বলেন, “পিয়ালির মৃত্যুর আগের কয়েক দিনে যাঁদের সঙ্গে তাঁর কথোপকথন হয়েছিল, সবই খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে মোবাইল কল লিস্টও দেখা হচ্ছে।”
ব্যাঙ্কশাল কোর্ট থেকে শুরু করে যে দুই সংস্থায় তিনি আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করতেন, সব জায়গাতেই হেমন্ত ছিলেন পিয়ালির গাড়ির চালক। হেমন্ত জানিয়েছেন, পিয়ালি বিভিন্ন শপিং মলে গিয়ে দামি জিনিস কিনতে পছন্দ করতেন। বহু জায়গায় তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে যেতেন। কিন্তু ওই সব জায়গায় কখনওই ওই তৃতীয় ব্যক্তিকে দেখেননি হেমন্ত।
আড়ালে থাকা এই তৃতীয় ব্যক্তি কে? তাকে আড়াল করলে কেউ কি লাভবান হবে? পুলিশ জানতে চাইছে, পিয়ালির সঙ্গে রূপকথার সম্পর্ক কেমন ছিল? রূপকথা বেলঘরিয়ার যে বেসরকারি সংস্থায় চাকরি করতেন, সেই সংস্থাতেই আইনি পরামর্শদাতার কাজ করতেন পিয়ালি। সেই সূত্র ধরেই পিয়ালির সঙ্গে রূপকথার বন্ধুত্ব। পিয়ালির বিভিন্ন নেতা-মন্ত্রীর সঙ্গে পরিচয় থাকার সুবাদে রূপকথার সঙ্গেও নেতা-মন্ত্রীদের সঙ্গে পরিচিতি বাড়তে থাকে বলে তদন্তকারীদের মত। পিয়ালি ছাত্রজীবন থেকেই গান, নাটক, আবৃত্তিতে পারদর্শী ছিলেন। সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের সঙ্গেও তাঁর চেনাশোনা ছিল। কলকাতার বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে পিয়ালির সঙ্গে রূপকথাকেও দেখা যেতে থাকে। সেখানে রূপকথারও পরিচিতি বাড়তে থাকে। পিয়ালির মৃত্যুর আগের কয়েকদিন পিয়ালির সঙ্গে রূপকথার সম্পর্ক কেমন ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। পিয়ালির সঙ্গে একাধিক মন্ত্রীর ঘনিষ্ঠতা যে ছিল তা পিয়ালির ল্যাপটপের ছবি থেকেই পরিষ্কার বুঝতে পেরেছে পুলিশ। সেই নেতা-মন্ত্রীদের সঙ্গে রূপকথার কেমন সম্পর্ক ছিল সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। পিয়ালির পাশাপাশি রূপকথারও পরিচিতি বাড়তে থাকায় সেখান থেকে পিয়ালির সঙ্গে তার কোনও সংঘাত তৈরি হয়েছিল কি না খতিয়ে দেখছে পুলিশ। এই সংঘাত কি আড়ালে থাকা তৃতীয় সেই ব্যক্তি অথবা তাঁর কোনও পরিচিতকে নিয়ে? পিয়ালির মৃত্যুর আগের রাতে এমন কিছু ঘটনা ঘটেছিল কি, যে যার জেরে পিয়ালি মানসিক স্থিরতা হারান? ২৬ মার্চ সকালে রূপকথার পিয়ালির বাড়ি থেকে বেরোনোর কয়েক ঘণ্টা পরেই পিয়ালির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
|