টুকরো খবর
সরকারি আমলার মিথ্যা পরিচয়ে ধৃত
রাজ্য সরকারের উচ্চ-পদস্থ আধিকারিকের মিথ্যা পরিচয় খাটিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দাস। ধৃতের বাড়ি বারুইপুর থানার উত্তরগাজিপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক ধরে বারুইপুর ও ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় বিভিন্ন সরকারি অফিসে গিয়ে নিজেকে হুগলি জেলার অতিরিক্ত জেলাশাসকের মিথ্যা পরিচয় দিয়ে নানা ভাবে সরকারি সুবিধা নিচ্ছিল ওই যুবক বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ জানুয়ারি বারুইপুরের মহকুমা শাসকের অফিসে সরকারি অনুষ্ঠানে এসেছিল ওই যুবক। ওই দিনই অতিরিক্ত জেলাশাসকের পরিচয় দিয়ে মহকুমা শাসকের অফিসের কর্মচারীদের সঙ্গে আলাপ জমায় ওই যুবক। তারপর থেকে মাঝেমধ্যেই নানা সরকারি কাজে সুবিধা নেওয়া শুরু করে সঞ্জীব। বারুইপুরের মহকুমা শাসক পার্থ আচার্য বলেন, “আমাদের কয়েকটি বিষয় সন্দেহ হয়। হুগলি জেলায় খবর নিয়ে জানা যায়, ওই নামে কোনও অফিসার নেই। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।” রবিবার দুপুরে ডায়মন্ড হারবার থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

চ্যাম্পিয়ন ‘মিতালি’
অশোকনগর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের একটি মুহূর্ত। ছবি: শান্তনু হালদার।
অশোকনগর ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল মিতালি সঙ্ঘ। সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেডিয়ামে অশোকনগর ক্রীড়া সংস্থা পরিচালিত ১০ দলের এই ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচে তাঁরা ১৪৬ রানে পরাজিত করে মহাত্মা মেমোরিয়াল ক্লাবকে। ফাইনালে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক ধীমান রায়, পুরসভার চেয়ারম্যান সমীর দত্ত, প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর সহ আরও অনেকে। টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে মিতালি সঙ্ঘ তোলে ৩২৩ রান। সর্বোচ্চ ৮১ রান করেন সায়ন মুখোপাধ্যায়। জবাবে ব্যাট করতে নেমে ২৮ ওভারে ১৭৭ রানে অল-আউট হয়ে যায় মহাত্মা মেমোরিয়াল। ৭০ রান করে এবং তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন ‘মিতালি’র দীপাঞ্জন মুখোপাধ্যায়। ম্যান অফ দ্য টুর্নামেন্টও হন তিনিই। খেলা দেখতে ভিড় করেছিলেন বহু মানুষ।

দুর্ঘটনায় মৃত ১, জখম শিশু
দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে প্রথমে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। পরে তাকে কলকাতার নীলরতন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালে ও বিকালে দুর্ঘটনা দুটি ঘটে গোপালনগরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম টকিবুর কারিগর (২৬)। শনিবার সকালে বনগাঁ-চাকদহ সড়কে দুটি বাইকের সংঘর্ষ হলে মৃত্যু হয় বাইক আরোহীর। বিকেল সাড়ে ৪টে নাগাদ গোপালনগর-পাল্লা সড়কে ভাণ্ডারখোলার কাছে বাসের ধাক্কায় আহত হয় ওই শিশু।

চাঁদপাড়ায় ডাকাতি, ধৃত ২
সম্প্রতি চাঁদপাড়া বাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। শুক্রবার রাতে স্থানীয় দেবীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজয় মণ্ডল এবং নজরুল মণ্ডল। দু’জনেরই বাড়ি বনগাঁর হানিডাঙা এলাকায়। পুলিশের দাবি, জেরায় ডাকাতির কথা কবুল করেছে দুষ্কৃতীরা। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হলে অজয়কে ৬ দিনের পুলিশি হেফাজত ও নজরুলকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

স্ত্রীকে খুনে ধৃত স্বামী
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। হজরত মোল্লা নামে ওই ব্যক্তিকে শনিবার গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি হাসনাবাদের চিমটা গ্রামে। রবিবার বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, হজরতের বিরুদ্ধে স্ত্রীর মাথা কেটে নিয়ে দেহ নদীর জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গত বুধবার ভোরে হাসনাবাদের লঞ্চঘাট এলাকায় মাথাকাটা অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।

মতুয়া মেলার পথে দুর্ঘটনায় মৃত্যু
চাকা ফেটে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছেন ২০ জন। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে গাইঘাটার জলেশ্বর মোড়ে যশোহর রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিধান রায় (৫৫)। জখম যাত্রীদের হাবরা, বারাসত-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি মতুয়াদের নিয়ে কল্যাণী থেকে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া মেলায় যাচ্ছিল।

ছাত্রভবনের পুনরুদ্ঘাটন
রবিবার এই রবীন্দ্র ছাত্রভবনেরই পুনরুদ্ঘাটন হয়েছে।-নিজস্ব চিত্র।
রাজারহাট ব্লকের চাঁদপুর পঞ্চায়েতের বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর হাইস্কুলের রবীন্দ্র ছাত্রভবন পুনরুদ্ঘাটন হল রবিবার। ষাটের দশকে এই ভবন তৈরি হলেও মাঝে জীর্ণ হয়ে পড়েছিল। ২৭ লক্ষ টাকা ব্যয়ে সেটিই সংস্কার করা হয়েছে। এ দিন যার পুনরুদ্ঘাটন করেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার-সহ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ভবনে ৫০ জন তফসিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রের বিনা খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। সেখানে থেকে তারা বিনাখরচে পড়াশোনাও করতে পারবে। পুরো খরচই দেবে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর। ইতিমধ্যেই ৩৫ জন ওই ভবনে থাকতে চেয়ে আবেদন করেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.