দুর্বল ইন্দোনেশিয়াকে রিভার্স সিঙ্গলসেও হারিয়ে ভারতের ডেভিস কাপে ৫-০ জয় যতটা প্রত্যাশিত, তার চেয়ে বেশি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল একই সঙ্গে অনুষ্ঠিত ভারতীয় টেনিস প্লেয়ার’স অ্যাসোসিয়েশনের (আইটিপিএ) প্রথম সরকারি বৈঠকে। আর মহেশ ভূপতির শহরে কিনা ভারতীয় টেনিস সংস্থার (এআইটিএ) বিদ্রোহী সংস্থা হিসাবে পরিচিত আইটিপিএ-র ভাইস প্রেসিডেন্ট মনোনীত হলেন লিয়েন্ডার পেজ! যার পাশে আয়ুঙ্গ সুশান্তকে সোমদেব দেববর্মনের ৬-৩, ৬-১ এবং আদি নুগ্রহকে য়ুকি ভামব্রির ৬-০, ৬-১ উড়িয়ে ভারতীয় ডেভিস কাপ দলের হোয়াইটওয়াশ করাটাও খবর নয়।
এশিয়া-ওশেনিয়া আঞ্চলিক গ্রুপের প্রথম ডিভিশনে টিকে যাওয়ায় ভারতের সামনে যেমন ওয়ার্ল্ড গ্রুপে পৌঁছনোর রাস্তা খোলা থাকল, তেমনই সোমদেবদের ২০১৩-এ আর ডেভিস কাপ টাই নেই। কিন্তু আগামী আট-দশ মাসে ভারতীয় টেনিসে যে অনেক জল গড়াবে, ধরে নিচ্ছে ওয়াকিবহাল মহল। লি-হেশ সম্পর্ক। এআইটিএ-র চোখে লিয়েন্ডারের এত দিনের দেশপ্রেমী ভাবমূর্তি। জাতীয় টেনিস কর্তাদের সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় ১১ বিদ্রোহী প্লেয়ারের চূড়ান্ত সমীকরণএ সবের পরিণতি কী দাঁড়ায় সেটা দেখার। বিশেষত লিয়েন্ডার আইটিপিএ-তে গিয়ে ওঠার পর! মহেশের উদ্যোগে সোমদেবরা বিভিন্ন সুযোগসুবিধার দাবিতে কোরিয়ার বিরুদ্ধে আগের ডেভিস কাপ খেলতে অস্বীকার করায় একটা সময় লিয়েন্ডার এআইটিএ-আইটিপিএ মধ্যস্থতা ঘটাতে মধ্যস্থকারীর ভূমিকা পর্যন্ত নিতে চেয়েছিলেন। কিন্তু এআইটিএ-র ‘গুডবুক’-এ থাকা লিয়েন্ডারের ডাকেও সাড়া দেননি টেনিস কর্তারা। হয়তো তারই ফল, মহেশদের কমিটিতে লিয়েন্ডারের ভাইস প্রেসিডেন্ট হতে রাজি হওয়া।
ইন্দোনেশিয়া টাইয়ের আগাগোড়া লিয়েন্ডার এবং সোমদেবদের পারস্পারিক পিঠ চাপড়ানি চলেছে। সোমদেব-য়ুকি যদি বলেন, পেজ সর্বদা তাঁদের শ্রদ্ধার মানুষ, তা হলে পাল্টা লিয়েন্ডার বলেছেন, তারুণ্য আর অভিজ্ঞতার চমৎকার মিশ্রণ সমৃদ্ধ এই দলে দারুণ একতা। এআইটিএ-র দেওয়া মহেশের সংবর্ধনায় লি-হেশের আন্তরিক করমর্দনও টিভিতে দেখেছে গোটা ভারতীয় টেনিস মহল। রবিবার সোমদেব বলেন, “আইটিপিএ-কে লি-হেশ দু’জনই অনেক পরামর্শ দিয়েছে।”
জয়দীপ মুখোপাধ্যায়ের প্রেসিডেন্টশিপে আইটিপিএ-র অন্য দুই ভাইস প্রেসিডেন্ট মহেশ এবং সোমদেব। সচিব এআইটিএ-র অন্যতম ভাইস প্রেসিডেন্ট কার্তি চিদম্বরম। কার্যকরী কমিটির সদস্যদের অন্যতম বোপান্না আর আনন্দ অমৃতরাজ। শেষ জন ভারতের পরবর্তী নন প্লেয়িং ক্যাপ্টেন হতে পারেন। ইন্দোনেশিয়া ম্যাচই ছিল এস পি মিশ্রের বিদায়ী টাই।
দেশের তরুণ টেনিস প্রজন্মকে আন্তর্জাতিক টুর্নামেন্টের স্বাদ দিতে আইটিপিএ আট লেগের সার্কিট চালু করছে। প্রতি লেগে সর্বোচ্চ ১৬ প্লেয়ার নিয়ে। তাদের বিদেশ সফরের জন্য আর্থিক তহবিল গড়ছে। পালন করবে জাতীয় টেনিস দিবস। এ সবেই কি লিয়েন্ডারের আবেগ জেগে উঠল মহেশদের সঙ্গে হাত মেলাতে? |