বেনিফিট ম্যাচে তারকার মেলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ময়দানের তিন মালির সাহায্যে হাত মেলালেন অতীতের দিকপাল ফুটবলাররা। মহমেডানের আব্দুল আজিজ, ইস্টবেঙ্গলের দীপক সামি এবং মোহনবাগানের নরেন নায়ারের জন্য রবিবার মাইকেলনগরের মাঠে প্রদর্শনী ম্যাচ খেললেন ময়দানে ফেলে আসা তিন দশকের কিংবদন্তিরা। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান জার্সি পরে খেলল দুই দল, ‘সুজিত বসু একাদশ’(লাল) এবং ‘রথীন ঘোষ একাদশ’(সবুজ)। সুজিত বসু একাদশের হয়ে মাঠে নামলেন তরুণ দে, অলোক মুখোপাধ্যায়, দেবাশিস মুখোপাধ্যায়, সমরেশ চৌধুরী, তুষার রক্ষিতরা। অন্য দিকে, রথীন ঘোষ একাদশের হয়ে মাঠে নামলেন বাসুদেব মণ্ডল, সুদীপ চক্রবর্তীর মতো প্রাক্তনরা। |
দীপকদের সঙ্গে অলোক, মইদুল ও বিধায়ক সুজিত বসু। —নিজস্ব চিত্র |
ছুটির আমেজে অতীত দিনের তারকাদের লড়াইয়ে বড় ম্যাচের স্বাদ চেটেপুটে উপভোগ করলেন উপস্থিত দর্শকরাও। দুটি অনবদ্য গোল করে সুজিত বসু একাদশকে ২-০ জেতালেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার হবিবুর রহমান। এই প্রয়াসে ফুটবলারদের সঙ্গে যুক্ত ছিলেন চলচ্চিত্র জগৎও। জার্সি, বুট পরে মাঠে নেমেও পনেছিলেন সৌরভ চক্রবর্তী, দেবেশ রায়চৌধুরীর মতন তারকারাও। ফুটবলারদের জন্য ঘন ঘন ‘বেনিফিট ম্যাচ’ আয়োজিত হলেও, খুব কম ভাবা হয় ময়দানের মালিদের জন্য, সেই কথাই জানালেন ম্যাচের আয়োজক মইদুল ইসলাম। তিনি বললেন, “আমি খুব খুশি তিন মালিকে সাহায্য করতে পেরে।” সঙ্গে মইদুল যোগ করেন, “ফুটবলারদের জন্য অক্লান্ত পরিশ্রম করে মালিরা। আমাদেরও দায়িত্ব অসময়ে তাদের পাশে দাঁড়ানো।” পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয় তিন মালির হাতে।
|
কাশিমবাজার টিটিতে সেরা বিমান-শ্রেয়সী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিটিটিএ-র সবচেয়ে পুরনো (সাত দশক) টুর্নামেন্ট কাশিমবাজার টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিমুকুট জিতল শ্রেয়সী হাজরা (সিনিয়র মেয়ে ও বালিকা), অলোক সর্দার (ক্যাডেট ও সাব জুনিয়র বালক) ও অনুশ্রী দে (নার্সারি ও ক্যাডেট বালিকা)। অন্য বিভাগের সেরারা বিমান পাত্র (সিনিয়র ছেলে), কুশল দাস, বিশ্বরূপা গুপ্ত ও অনিরুদ্ধ দে। |